ঢাকায় বিএনপির অনুমতিবিহীন সামাবেশে নারায়ণগঞ্জের ওপর দিয়ে দেশের অন্য জেলার কাউকে যেতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম।
তিনি জানান, নারায়ণগঞ্জের কাঁচপুর দেশের ৩৮টি জেলার প্রবেশদ্বার। এখান দিয়ে ঢাকায় সমাবেশে কাউকে যেতে দেওয়া হবে না। কাউকে সন্দেহ হলেই তাকে আটক করা হবে।
ঢাকায় বিএনপির সমাবেশকে অনুমতিবিহীন উল্লেখ করে তিনি বলেন, ঢাকায় যাতায়তের সকল ধরণের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
সন্ধ্যা পর থেকে নৌ পথেও চলাচল বন্ধ কর দেওয়া হবে। শুধুমাত্র নদী পারাপারে নৌকা চলতে পারবে।
তিনি আরো জানান, জেলার কাঁচপুর, তারাবো, সাইনবোর্ড, মদনগঞ্জ, মেঘনা ঘাট ও ফতল্লাসহ ৫ টি স্পটে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া জেলার স্পর্শকাতর মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে কিছু মাদ্রাসা মুচলেকা দিয়ে খেলা রেখেছে।
মাদ্রাসাগুলোর শিক্ষার্থী সংখ্যা গুণে রাখা হয়েছে । কোন কারণে কম হলে ব্যবস্থা নেওয়া হবে।
গার্মেন্ট সেক্টর সম্পর্কে তিনি বলেন, কাঁচপুরের সিনহা গার্মেন্ট থেকে ঢাকার দিকে যেতে পারে এমন খবর আমাদের কাছে ছিল। এই তথ্যের ভিত্তিতে সিনহা কতৃপক্ষের সাথে কথা বলেছি। তারা আমাদের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন যে এক জন শ্রমিকও গার্মেন্ট থেকে বের হতে পারবে না।
পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, নাশকার আশঙ্কা ও অনুমতিবিহীন সমাবেশ ঠেকাতেই এ ঘোষণা ও পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।