আমাদের কথা খুঁজে নিন

   

ঝালকাঠি-ঢাকা রুটে লঞ্চ-গাড়ী চলাচল বন্ধ, আটক ৮

২৯ ডিসেম্বর ঘোষিত ঢাকায় 'মার্চ ফর ডেমক্রেসি' কর্মসূচীতে যোগদানে বাধা ও গ্রেপ্তারের আশংকায় ঝালকাঠির জেলা বিএনপিসহ ১৮ দলীয় নেতৃবৃন্দ গত ৩দিন ধরে কৌশলে ঢাকা আসছে। দলবদ্ধ ভাবে না গিয়ে বিচ্ছিন্ন ও পৃথক ভাবে ঢাকায় পৌছাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিরোধী দলের এ সমাবেশের উদ্দেশ্যে শুক্রবার ও শনিবার ঝালকাঠি-ঢাকা রুটে চলাচলকারী লঞ্চসহ সকল পরিবহন বন্ধ ছিল। স্থানীয় কাউন্টার প্রতিনিধিরা জানিয়েছেন. গাড়ী মালিক পক্ষ নির্দেশে বন্ধ করে দেয়া হয়েছে। এতে সাধারন যাত্রীরা মহা দূর্ভোগে পড়েছে। জরুরী প্রয়োজনে, গুরুতর অসুস্থ রোগী পরিবহনে সমস্যা হচ্ছে বলে একাধিক রোগীর পরিবারের লোকজন অভিযোগ করেছেন। এরমধ্যেই জেলায় দু'দিনে ১৮ দলের  ৮ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।