আমাদের কথা খুঁজে নিন

   

দেড় হাজার পিস জাতীয় পতাকা ছিনিয়ে নিলো পুলিশ !



গণতন্ত্রের অভিযাত্রায় শামিল হতে দুই হাজার পিস জাতীয় পতাকা বানানোর টার্গেট নিয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলার তেলেরবিল এলাকায় সাতজন টেইলার্স শ্রমিক চুক্তিভিত্তিক দিনরাত কাজ করছিলেন।

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক মন্ত্রী আবদুল হাইয়ের ছোট ভাই সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন পতাকা বানাতে ২০ হাজার টাকা চুক্তি করেন টেইলার্স মালিক শরীফের সঙ্গে।

আর এ খবর পেয়ে শহরের উপকন্ঠ মুক্তারপুর নৌ-ফাঁড়ি পুলিশের একটি টিম শুক্রবার রাতে শরীফের টেইলার্সের দোকানে হানা দেয়। এ সময় তৈরিকৃত দেড় হাজার পিস জাতীয় পতাকা ছিনিয়ে নিয়ে আসে পুলিশ।

নৌ-ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বেলাল উদ্দিন টেইলার্সের দোকান থেকে ওই সব জাতীয় পতাকা ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেছেন টেইলার্স দোকানের কারিগররা।

তবে এক হাজার পতাকা নেয়ার কথা স্বীকার করে এসআই বেলাল বলেন, ২৯ ডিসেম্বরের পর নিয়ে আসা পতাকা ফিরিয়ে দেয়া হবে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।