১ম পুনশ্চ :এই কবিতার সমস্ত পংক্তি মিস সুলতানা র নিবেদনে নিবেদিত। তাই, ভুল ত্রুটি মিস সুলতানা র নিকট মার্জনা পূর্বক ।
মিস সুলতানা
তুমি যেন উড়ে চল মেঘপরির মত
হাতছানি যেন তোমার, সাদার মায়ায় মাখানো কাশফুল ।
লাল সূর্যের সবুজ সকালে , ব্যস্ত মিরপুরের পিচ ঢালা রাস্তায়
যখন তোমার পা পড়ে, সমস্ত শহর যেন তোমায়
ক্ষণিক দেখার ছলনায় একটুখানি থমকে থাকে।
শিউলি ফুলের মালায় লাল নীল জবা গেথে
সাজলে যে তোমায় লাগে বেশ
হাসির সদৃশ নাইবা লিখলাম, মনে থেকে যায় রেশ।
সাঝের বেলা পুব আকাশে দিলে ক্ষণিক দৃষ্টি
শুক তারাটি বেমালুম হারিয়ে,
নামিয়ে দিয়ে গেল একগুচ্ছ
জ্যোৎস্না বৃষ্টি।
অতঃপর ,
কালের ধুলোয় তুমি লিখেছিলে এই
মধ্যযুগিয় কবির নাম,
হবে কি তা ইতিহাস , জানা যাবে তা আর কয়েক ঋতু বাদ।
হয়ত ধুলো বিড়াল হবে,আদরে চোখ বন্ধ করবে,
তোমার-কবির ছোয়া পেয়ে, সাথে নিশ্চয় খুজবে তুমি শুদ্ধতম জীবনানন্দ দাস ।
তার সাথে ,
ভিন দেশে সাত মাইল লম্বা ট্রেনে
তীব্র শীতে মধ্য রাত্তিরে
নির্মোহ ইথারে কান পেতে শোনা কি যায়
সব যাত্রীর কানে তুলো গুজে,
মিস সুলতানা আর মধ্যযুগীয় কবির সেই
অন্তরঙ্গ ফিস ফাস কাব্যিক অপন্যাস।
২য় পুনশ্চ: মিস সুলতানা , এই সরকারি বেসরকারি অবরোধের সিদ কেটে আপনার সাথে আমাকে নিয়ে একটি বাংলা সিনেমা দেখবেন কি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।