আমাদের কথা খুঁজে নিন

   

F1 visa interview

ক্ষুদ্র এই জীবনে অনেক কিছুই করতে চাই, কিন্তু পারি না। আর কিছু কথা আছে, যা হয়ত বলা যায় না, লিখে প্রকাশ করাই একমাত্র পথ। তাই এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমার আমেরিকার স্টুডেন্ট ভিসা ইন্টার্ভিউ ছিল গত ১৭/১২/২০১২ তে, বেশ ভয়ে ছিলাম এই বিষয়টা নিয়ে। কি হয়, কি হয়, অনেকটাই দুরু দুরু মন নিয়ে গেলাম।

গিয়ে দেখি খুব ভিড়, এত মানুষ যে দেশের বাইরে থাকে, চিন্তা করলেও ভাল লাগে। সে যাক, আমার সময় ছিল ১,৩০ এ, আর আমি গেছি ১১টার দিকে, হুদাই বসে না থেকে অনেকের সাথেই কথা বললাম, ভালই লাগল। এর পরে আমার সাথে বেশ কিছু স্টুডেন্ট এর পরিচয় হয়। সবাই ই দেখি জি-ম্যাট/জি আর ই দেয়া ভাল পোলাপাইন, আমি তো হুদা আইয়ে-লস দেয়া পাবলিক। এটা নিয়েই যত ভঁয় ছিল।

যাক এর পরে আমার সিরিয়াল আসল, গেলাম, দিলাম। আমার ইন্টার্ভিউটার যতটুকু মনে আছে, নিচে দিয়ে দিলাম। Me: Good day mam, how are you doing? VO: good evening, ya, just fine, a little bit rush going on today. VO: so, why are u going to US? Me: for doing my MBA degree VO: where are u applying? Me: Tiffin University and one more university like Texas a&M, but I got admission only from tiffin university as I don’t have any GMAT. VO: well, ok, so u don’t have GMAT, great, then where r u reading in Bangladesh? Me: NSU mam, do I need to tell my school as well? VO: (laughing) no no, its fine. So where are u employed? Me: (I was nervous) aaa, oh ya, I was a lecturer at Primeasia University for 7 months. (And I forget to mention about my recent job of UK) VO: so, what are u doing now? Me: I am not doing anything mam, just came to Bangladesh at the end of May of this year. And (she stopped me) VO: then who will sponsor you? Me: oh, basically, it’s me VO: wow, well, what is your father? Me: he is a retired person now, but he was a jailor of Bangladesh government. VO: well mr. shakil, I won’t think, you will be coming back to Bangladesh. Me: no mam, I was at UK for almost 3.5 years, I had lots of opportunity at there, but I came back, so, I’ll be coming back (she stopped me) VO: ok, take this document, 221(g), and check online, we need to verify some more details. It will take couple of days. Me: well mam, I know, it will take a long time. Anyway thanks mam for the time. Have a nice day. Take care. এই হল গিয়ে ঘটনা, এর কিছুদিন পরে ওয়েট করে, আজ ০৩/০১/২০১৩তে ভিসা সহ পাসপোর্ট নিয়ে আসলাম। মন খুব খুশি। আপনাদের সাথে শেয়ার করলাম খুশিটা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।