আমাদের কথা খুঁজে নিন

   

চলে গেলেন অভিনেতা ফারুক শেখ

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বলিউড অভিনেতা ফারুক শেখ। শুক্রবার গভীর রাতে দুবাইয়ে মারা যান ৬৪ বছর বয়সী এই অভিনেতা। ১৯৭৩ সালে 'গরম হাওয়া' ছবির মধ্য দিয়ে অভিনয় জগতের শুরু। এরপর একের পর এক ছবি উপহার দিয়েছিলেন দর্শকদের। তার অভিনীত ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- শতরঞ্জ কি খিলাড়ি, কসমে ভাদে বাজার, কিসি সে না কহেনা, নুরী ও ওমরাহ জান।

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি থিয়েটার এবং টেলিভিশন সিরিয়ালেও সুনামের সঙ্গে অভিনয় করেছিলেন ফারুক। তার শেষ দুটি ছবি হলো রণবীর কাপুরের সঙ্গে 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' এবং 'ক্লাব ৬০'। পরিচালক সঞ্জয় পুরান সিং অভিনীত 'লাহোর' ছবিতে সহঅভিনেতার চরিত্রে অভিনয়ের জন্য ২০১০ সালে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত হয়েছিলেন। ফারুক শেখের মৃত্যুর পর মুম্বাই চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া। অভিনেত্রী দিপ্তী নাভাল ফারুকের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, আমাদের সময়ে তিনি ছিলেন খুব ভালো একজন অভিনেতা।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।