আমাদের কথা খুঁজে নিন

   

প্রিজন ব্রেকঃ জেল পালানোর চেয়েও বেশি কিছু!

আমি একদিন মারা যাবো, এই সত্য মেনে নিতে আমার কোন আক্ষেপ নেই!আক্ষেপ শুধু একটি বিষয়তেই, আমি মারা যাওয়ার পর অনেক অসাধারণ চলচ্চিত্র,বই,গান এর সৃষ্টি হবে- যার স্বাদ আমি নিতে পারব না...

তিনদিন আগে Prison Break নামক টিভি সিরিজ দেখা শেষ করলাম... মুগ্ধতা কাটতেসে না... এতটাই মুগ্ধ হয়েছি, "দুই কলমের" মত "দুই কীবোর্ড" না লিখলেই না এটা সম্পর্কে

নাম শুনেই বুঝতে পারছেন এটা জেল "ভাঙ্গা" বা জেল থেকে পালানোর ঘটনা নিয়ে রচিত ; কিন্তু জেল থেকে পালানটাও যে একটা "আর্ট" বা শিল্পের পর্যায়ের জিনিস তা এটা না দেখলে বুঝতাম না...

কাহিনী মোটামুটি সিম্পলভাবেই শুরু হয়, বড় ভাইকে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এর ছোট ভাইকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে, তার শাস্তি "মৃত্যুদণ্ড" হিসেবে ঘোষণাও হিয়ে গেছে, কিন্তু বড় ভাই তার "ছোট ভাই" এর কাছে বলছেন- তিনি নির্দোষ, তিনি খুন করেন নি... কিন্তু সমস্যা হল তার নির্দোষ হওয়ার কোন প্রমাণ তার কাছে বা কারো কাছে নেই, মুখের কথায় যেমন চিড়া ভিজে না, তেমনি মুখের কথায় "আদালত" ও কিছু মানতে রাজি না... প্রমাণ না থাকায় বড় ভাইকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে ছোট ভাইয়ের হাতে একটি রাস্তাই খোলা রয়েছে --- জেল থেকে তাকে ভাগিয়ে নিয়ে আসা, তাই তিনি ব্যাঙ্ক ডাকাতির মিথ্যা চেষ্টা করে পুলিশের কাছে ধরা দেন এবং ইচ্ছে করেই সেই জেলে যান, যেখানে তার নির্দোষ "বড় ভাই" আছেন এই আপাত সিম্পল কাহিনী যে শাখা- প্রশাখা বিস্তার করে কোন পর্যায়ে যায়- তা কারো কল্পনাতেও আসবে না

প্রিজন ব্রেক এর সিজন চারটি, ৩ নাম্বার সিজন বাদে প্রতি সিজনে ২২ টি করে পর্ব, প্রতি পর্বের রানিং টাইম প্রায় ৪০ মিনিটের মত, ৩ নাম্বার সিজনে ১৩ টি পর্ব... এছাড়া Prison Break: The Final Break নামে একটা পর্ব আছে, অনেকে এটাকে ফোরথ সিজন শেষ হওয়ার পর একটা আলাদা পর্ব হিসেবে দেখেন, অনেকে আবার এটাকে ৪ নাম্বার সিজনের ২৩ তম পর্ব হিসেবে দেখেন, যদিও আইএমডিবি তে এটাকে আলাদা পর্ব হিসেবেই দেয়া আছে... সব পর্ব নিয়ে একটি কথাই বলব- যতক্ষণ দেখবেন, ততক্ষণ উত্তেজনায় আপনি চোখের পলক ফেলতে পর্যন্ত ভুলে যাবেন। যদিও আমার কাছে প্রথম সিজন ও চার নাম্বার সিজন তুলনামূলকভাবে বেশি ভাল্লাগেছে, কিন্তু বাকি দুটো সিজনও- জাস্ট তুখোড়! প্রথম সিজন শেষ হয় জেল থেকে পালানোর মাধ্যমে, দ্বিতীয় সিজন পালানোর পর পিছনে পুলিশ ও FBI Agent দের সাথে ইঁদুর বিড়াল খেলা খেলতে, তৃতীয় সিজন আবার জেলে যাওয়া আর শেষের সিজন এই সমস্ত ঝামেলার পিছনে যারা আছে, যারা বড় ভাইকে ফাঁসিয়েছে- তাঁদের খুঁজে বের করে তাঁদের অস্তিত্ব নিশ্চিহ্ন করা! আর ফাইনাল ব্রেক হচ্ছে ছোট ভাইয়ের প্রেমিকাকে জেল থেকে বের করার পর্ব- এটাই শেষ পর্ব

এবার অভিনয়ে আসি- ছবির মেইন ক্যারেকটার, অর্থাৎ মাস্টারমাইন্ড ছোট ভাই- যে তার বড় ভাইকে জেল থেকে ভাগিয়ে নিয়ে আসবে , তার নাম Michael Scofield আর এই চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছে Wentworth Miller- এখানে পেশায় সে একজন structural ইঞ্জিনিয়ার থাকে... তার ছোট ছোট চোখের তীক্ষ্ণ "লুক", বডি ল্যাঙ্গুয়েজ, গলার ভয়েস- জাস্ট মাইন্ড ব্লইং অ্যান্ড পারফেক্ট ফোর দ্যা রোল! জেল থেকে পালানোর জন্য দিনের পর দিন কষ্ট করে করা তার প্ল্যান, যেকোনো জটিল কোড ভেদ করার তীক্ষ্ণ বুদ্ধি, দ্রুত সিধান্ত নেয়ার ক্ষমতা বিপদ আসলে- জাস্ট ওয়াও! এরপরেই থাকবে Theodore "T-Bag" Bagwell চরিত্রে অভিনয় করা Robert Knepper - উফ! ভিলেন চরিত্রে আমার এখন পর্যন্ত দেখা বেস্ট হল Hannibal Lecter এবং The Joker এর পড়ে তৃতীয় যদি কেও থাকে তাহলে এই টি ব্যাগ নামক ব্যক্তি! তাকে আর তার কাজকর্ম দেখলে একটা কথাই মনে হয়- দুনিয়ার সব শয়তান ভালো হয়ে গেলেও, এই টি ব্যাগ জীবনেও ভালো হবে না, এখানেই তার চরিত্র আর দুর্দান্ত অভিনয়ের সার্থকতা! এরপরেই আছেন FBI Agent Alex Mahone চরিত্রে অভিনয় করা William Fichtner - এরকম একটা পুলিশ পিছে লাগলে কবরে যেয়েও আপনি শান্তি পাবেন না , তা নিশ্চিত! এই তিনজনই জাস্ট ফাটিয়ে দিয়েছে... এছাড়াও বাকিরা তাঁদের চরিত্রে অসাধারণ! তবে বড় ভাইয়ের চরিত্রে যিনি অভিনয় করেছেন, তার অভিনয় টানে নি একেবারেই...

প্রিজন ব্রেক এর যেই জিনিসটা সবচেয়ে আকর্ষণীয় তা হল এর ডিরেকশন আর স্ক্রিপ্ট আর অভিনয়... টানটান উত্তেজনা! এখন কি হবে, এখন কি হবে- এই টেনশন সবসময় মাথায়, নায়কের মাথায় তো অবশ্যই এবং আপনার মাথায়ও! আরেকটা অসাধারণ জিনিস হল- এটা শুধু জেল পালানো এর থিম নিয়ে "ডিল" করে না, জেলের জীবন যাপন, কত নিরীহ মানুষ কোন অপরাধ না করে কীভাবে দিনের পর দিন কি অবর্ণনীয় দুঃখে জেলে দিন কাটাচ্ছে, নিজেদের অপরাধবোধ, ফ্যামিলির প্রতি টান, বাইরের দুনিয়ার বাতাস একবার বুক ভরে নেয়ার আকাঙ্ক্ষা, সমকামিতা, চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ, রক্তের কোন সম্পর্ক না থাকার পরেও একজন কয়েদীর আরেকজন কয়েদীর প্রতি যে বিশেষ টান, আন্ডারওয়ার্ল্ড এর দুনিয়া, নিপাট ভদ্র আমেরিকান কোম্পানির আড়ালে যেই ভয়ঙ্কর শয়তানের মুখোশ লুকিয়ে থাকে, মানব মনের অন্তরদ্বন্দ্ব, মানুষের ক্রিমিনাল মাইন্ড এর সাইকোলজি, - কি নেই প্রিজন ব্রেকে? তবে ব্যক্তিগত মতে সকল থিমকে ছাপিয়ে উঠে এসেছে যেই থিম, তা হল "ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা"- নিজের ভাইকে বাঁচানোর জন্য আর নিজের ফ্যামিলিকে সুখে রাখার জন্য মানুষ কি করতে পারে তার উদাহরণ হল- প্রিজন ব্রেক!

টিভি সিরিজে আপনার অনীহা থাকলে, প্রিজন ব্রেক আপনার জন্য "ওষুধ" হিসেবে কাজ করবে... ট্রাষ্ট মি! দেখতে দেখতে কখন রাত ৩ টা বেজে যাবে( আমার যেমন হয় ), খেয়ালই করবেন না! এতটাই টানটান উত্তেজনার জিনিস হল প্রিজন ব্রেক! ইটস অ্যা মাস্ট মাস্ট মাস্ট মাস্ট ওয়াচ! প্রিজন ব্রেক ইজ দ্যা "বাপ" ( Father)অফ থ্রিলার টিভি সিরিজ!

সকল বাপেরই বাপ থাকে, যাকে আমরা "দাদা" বলি শুনেছি প্রিজন ব্রেক থ্রিলারের "বাপ" হলে, Breaking Bad নাকি তার দাদারও দাদা! তাই এটা দেখা শুরু করে দিয়েছি ইতিমধ্যে! আশা করি ভাল্লাগবে এটাও... তবে প্রিজন ব্রেক ইজ প্রিজন ব্রেক- মনে থাকবে আজীবন। শুধু একটা অভিযোগ- শেষটা মেনে নিতে পারিনি, অনেক কষ্ট হয়েছে, হয়ত হ্যাপি এন্ডিং দেখে দেখে অভ্যাস খারাপ হয়ে গিয়েছে- এজন্যই! তবুও... হয়ত বাস্তবটা এরকম হয় বলেই শেষটা পরিচালক এমনই দেখিয়েছেন... মিস করব প্রিজন ব্রেক কে অনেক বেশি, অনেক বেশি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।