আমাদের কথা খুঁজে নিন

   

হাই কোর্টে ঢুকে বিএনপি কর্মীদের ধাওয়া

রোববার বেলা সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক সুলাইমান নিলয় জানান, বিরোধী দলের ঢাকা অভিযাত্রা কর্মসূচিতে বাধা দেয়ার প্রতিবাদে বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীরা হাই কোর্ট চত্বরে বিক্ষোভ করছিলেন। এক পর্যায়ে সরকার সমর্থকরা মূল ফটক খুলে ভেতরে ঢুকে তাদের ধাওয়া দেয়।

এসময় তাদের হাতে ‘মুক্তিযোদ্ধা ফ্রন্ট’ লেখা একটি ব্যানার থাকলেও তারা ঠিক কোন সংগঠনের তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ফটকের বাইরে সরকার সমর্থকদের আকস্মিক অবস্থান দেখে বিরোধী দল সমর্থকরা হাই কোর্টের ভিতরের দিকে চলে যান।

সরকার সমর্থকরা হাই কোর্ট প্রাঙ্গণে ঢুকে আইনজীবী সমিতি ভবনের সামনের সড়কে অবস্থান নেন। আর বিএনপিপন্থী আইনজীবীরা ভবনের বিভিন্ন তলায় অবস্থান নেন।

এর আগে বেলা ১১টার দিকে বিরোধী দলের কর্মসূচিতে যোগ দিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবন থেকে আইনজীবীদের মিছিল বেরোনোর পর তাতে বাধা দেয় পুলিশ।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে মিছিলকারীরা সুপ্রিম কোর্টের প্রধান ফটক খুলে রাস্তায় বের হওয়ার চেষ্টা করলে পুলিশ জলকামান ও সাইন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।