হরতাল নেই, নেই অবরোধ, তবুও বাস চলছে না সিরাজগঞ্জ-ঢাকা মহাসড়কে।
উত্তরবঙ্গের প্রবেশদ্বার ব্যস্ততম এ মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে দিনে-রাতে অন্তত ২০ হাজারের বেশী যানবাহন চলাচল করত।
আজ সকাল থেকে মহাসড়কে মাঝে মাঝে দুএকটি পণ্যবাহী ট্রাক, মাইক্রোবাস ও প্রাইভেট কার চলাচল করেছে। পুলিশ চেক পোষ্ট বসিয়ে সেগুলোও চেক করছে। জেলার কেন্দ্রীয় বাস টার্মিনালসহ উপজেলা সদর থেকেও ঢাকামুখী কোন বাস ছেড়ে যায়নি।
১৮দলের 'মার্চ ফর ডেমোক্রেসি'কে কেন্দ্র করে সিরাজগঞ্জসহ দেশের উত্তরাঞ্চল থেকে ঢাকামুখী সব গনপরিবহন বন্ধ রয়েছে।
অপরদিকে, শনিবার থেকে উত্তরাঞ্চল থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকামুখী ট্রেন চলাচলও বন্ধ রয়েছে। ষ্টেশনের কাউন্টারও বন্ধ রয়েছে। ষ্টেনগুলোও রয়েছে ফাঁকা। বিকেল ৩টায় বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় শহীদ এম. মনসুর আলী ষ্টেশন সরেজমিনে গিয়ে দেখা যায় পুরো ষ্টেশন ফাঁকা, কাউন্ডাটার বন্ধ রয়েছে।
ষ্টেশনে দায়িত্বরত আনসার সদস্য ও স্থানীয় দোকানদাররা জানান, ট্রেন চলাচল না করায় কাউন্টারগুলো বন্ধ রয়েছে। ট্রেন-বাস চলাচল না করায় সাধারন যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।