দেশের জন্য উজাড় করা ভালবাসা
সময়ঃ ২০৫০
পাঠ্য বইঃ লাল সবুজের ইতিহাস (গোপাল ও গোপালীকে অভিসম্পাত)
বেশ কিছু কাল আগে একটি ছোট্ট সুন্দর লাল সবুজের দেশ ছিল বঙ্গোপসাগরের তীর ঘেঁষে। আজকের আমাদের দেশ হতে একটু ভিন্ন। সেই ছোট্ট দেশের মধ্যেই তৈরী করা হয়েছিল আরেকটি অতিকায় ক্ষুদ্র, প্রচণ্ড ক্ষমতাশালী অঞ্চল। লাল সবুজের দেশে হঠাত শুরু হল হানাহানি, হত্যা, গুম, ধর্ষণ; আর সবাই দোষ দিল ছোট্ট ক্ষমতাশালী সেই অঞ্চলের রাজা গোপাল ও রানী গোপালীকে। এই বিশ্বাস দিন দিন এতই জোরালো হয়েছিল যে, এক সময় লাল সবুজের মানুষেরা গোপাল ও গোপালীকে অভিসম্পাত দিতে লাগল।
মানুষ মনে করে এই অভিসম্পাতেই সেই লাল সবুজের দেশের অভ্যন্তরে তৈরী হওয়া অতি ক্ষমতাশালী অঞ্চল বিপন্ন হয়েছিল আর গোপাল ও গোপালী নিরুদ্দেশ হয়েছিল।
সুড়ঙ্গ পথ, প্রকাশ্য ও গুপ্ত বাঁধার গল্পঃ
দুর্গ পাহাড়ার নামে হাজার বছর ধরেই রাজা বাদশাহগণ একই নীতি অনুসরণ করতেন। আর তার একটি হল নিজেদের পলায়নের জন্য সুড়ঙ্গ তৈরী করে রাখা, অন্যটি হল শত্রুর আগমনের পথে প্রকাশ্য এবং গুপ্ত বাঁধার সৃষ্টি করা। ইতিহাস বলে এই দুইটি কৌশল রাজা বাদশাহদের অন্তিম সময়ে তাদের বিপদকে তরান্বিতই শুধু করেনি, এক একটি সাম্রাজ্যের পতনের মাধ্যমে জাতি গোস্টির পরিচয়ও বদলে দিয়েছে। যে সুড়ঙ্গ পথে পলায়নের কথা সেই পথে শত্রু পক্ষ আগমন করেছে আর শত্রু পক্ষের আগমন প্রতিহত করার জন্য যে বাঁধা সৃষ্টি করা হয়েছিল সেই পথেই রাজা বাদশাহদের পলায়ন করতে হয়েছে এবং পথিমধ্যে নিজেদের তৈরী করা প্রকাশ্য এবং গুপ্ত বাঁধার সম্মুখীন হয়ে পরাজিত হতে হয়েছে।
আজ অবধি আমরা তাই প্রত্যক্ষ করছি।
অন্ধকারের পথে যাত্রাঃ
এখন না বুঝলেও সময়ের সাথে সাথে সবাই এর শিকার হবেই।
বাংলা মুভিতে একটি বিষয় আমাকে খুবই বিরক্ত করে। প্রায়ই দেখি নায়ক, নায়কের পরিবার এবং নায়কের বন্ধু বান্ধবীরা মুভির পুরো সময়টায় নানাভাবে নির্যাতিত, নিপীড়িত ও ষড়যন্ত্রের শিকার হতে থাকে আর খল নায়কের শাস্তি হয় বা পতন হয় একেবারেই মুভির শেষ মুহুরথে একটা চরম ধুলাই এর পর। কোন পথে বাংলাদেশ? মুভির প্রথম দুই ঘণ্টা, নাকি শেষের দিকের চরম ধুলাই! সময় বলে দিবে।
দর্শকগণকে মুভির শেষ সময় পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে জানার জন্য।
শেষ প্রশ্নঃ
লাল সবুজের পতাকা তুমি কার?
দেশ নিয়ে রাজনীতি দেখেছি;
দেখেছি মুক্তিযুদ্ধ, স্বাধীনতা নিয়ে রাজনীতি।
কিন্তু এইবার প্রথম খেয়াল করছি পতাকার মালিকানা নিয়েও রাজনীতি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।