আমাদের কথা খুঁজে নিন

   

হুম';তোমার জন্যই



মনে পড়ে তোমার?
একটি মেয়ে আছে,
হ্যাঁ ,এই পৃথিবীতেই আছে।
এখনো সে যায়নি ওপারে-
এখনো তার আসেনিকো ডাক
তাইতো সে এখনও ভাবে তোমারি কথা
খুব গোপনে যতনে রাখে তোমরি দেয়া ব্যাথা

কাজের ভীড়ে ভুলেই যাও কেউ যে আছে
তোমার জন্য ভীষন রকম ভাবছে বসে।
বুঝবে তুমি যখন সে ভাববে না আর
তোমার জন্য অপেক্ষাতে থাকবে না আর
কেমন হবে,যখন সে অনেক দুরে
অন্য কোন পৃথিবীতে থাকবে যখন
তখন তারে খুঁজবে কি তুমি ভীষনরকম?

তুমিও একটা ভীষন পাজি,
জান তুমি ডাকলেই সে আসবে ছুটে
যেখানেই যাক ,যেমনই হোক অভিমানী
তাইতো তোমার সাহস এত বেজায় বেশী
অবহেলায় ঠেলো তারে হাজারবারে
সত্যিই দেখো একদিন তোমায় জব্দ করে
চলে যাবে ,চলেই যাবে অনেক দূরে
পারলে তারে সেদিন রেখো এমনি ধরে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।