ভানুমতি হাসিনা ওয়াজেদ,আর কত মতি দেখাবেন আপনি শেষ পর্যন্ত বেগম জিয়ার বাসার সামনে বালুর ট্রাক পাঠালেন আপনি ? আর কিছু পাইলেন না? ২-৩ টা কামান ফিট করলে কেমন হইত ? গনতন্ত্র আরও শক্তিশালী হইত । গণতন্ত্র রক্ষার কি অভিনব সব স্টাইল আপনি বের করতেছেন ? গনতন্ত্রের গ্রীক জনক রা যদি বেচে থাকতো তাহলে গনতন্ত্র তথা সংবিধান রক্ষার এই এমনতর পদ্ধতি দেখে নির্ঘাত হার্ট ফেইল করত । এতদিন জানতাম হরতাল করে শুধু বিরোধী দল । পৃথিবীর ইতিহাসে বিরল সরকারী দলের হরতাল ও আপনি আমাদের দেখিয়ে ছেড়েছেন । আপনার দলের প্রয়াত এক নেতা বলেছিলেন আপনার মধ্যে মহাত্মা গান্ধী- ম্যানডেলা- আব্রাহম লিঙ্কন দের মিলিত গণতান্ত্রিক মূল্যবোধ বিদ্যমান । আপনার কার্যকলাপ দেখে তারা পরকাল থেকে মনে হয় মুচকি হাসতেছে....................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।