প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
অসম মাত্রার সনেট । ।
। । শাফিক আফতাব
বহুদিন কেটে গেলো__ প্রতীক্ষার প্রতিটি শব্দকে বুকে আঁকড়ে ধরে
আগলে রাখলাম__শিশুর মতোন অতিযতনে পরিচর্যা করলাম, বুঝালাম ;
বললাম : ধৈর্য ধরো__পাবে, জীবনে সাফল্য আসবে তোমার দুয়ারে __
তুমি ফুলের মতোন ফুটে উঠবে__তুমি সুখ পাবে, পাবে আনন্দধাম।
অপেক্ষা করতে করতে প্রতীক্ষার প্রতিটি শব্দ অস্থির হয়ে গেলো,
অপেক্ষা করতে করতে রক্ত কণিকাগুলো বড় অস্থির চলাচল শুরু করলো,
অপেক্ষা করতে করতে পরিপূর্ণ পলিতে ভরে গেলো বহতা নদী,
অপেক্ষা করতে করতে থেমে গেলো কালনিরবধি।
তবু ফুল ফোটেনা, সাফল্য আসেনা, দুবেলা দুমুঠো ভাতের হয় না সংস্থান ;
চরচর করে শহরের ইমারত গুলো স্ট্যাটোস্ফিয়ার অতিক্রম করে __
আঙুল ফুলে কলাগাছ হয়__আবার কলাগাছে ছড়িছড়ি কলার বাথান __
চামড়ায় শ্যাওলা জমে, স্ক্রু ঢিল হয়, ব্যথা জমে ক্লান্ত পাঁজরে।
অপেক্ষা করতে করতে মুনি বনে যাবো__ তবু ফুটবে না সাফল্যের ফুল ;
এই জীবনের সব দায় নিয়ে সরে যাবো__জন্মটাই ছিলো মস্ত এক ভুল !!
২৯.১২.২০১৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।