আমাদের কথা খুঁজে নিন

   

টেকি পোস্ট - Google Play Store এর এপস/গেমস ডাউনলোড করুন আপনার পিসিতে

আমি যুদ্বে পরাজিত এক ব্যর্থ সৈনিক


সুপ্রিয় এন্ড্রয়েডপ্রেমীগণ, কেমন আছেন সবাই?? আজ কোন রিব্রান্ডিং হ্যান্ডসেট নিয়ে নয়, আজকে প্লে স্টোর থেকে এপস ডাউনলোড বিষয়ক সর্ম্পকে। যারা নতুন এন্ড্রয়েড ইউজার আছেন তাদের অনেকেই এপস ডাউনলোডের জন্য গুগল প্লে স্টোর ব্যবহার করেন। তাছাড়া অন্যান্য সাইট তো রয়েছে, যেখানে প্লে স্টোরের ফ্রি/ পেইড এপস পাওয়া যায়।

কিন্তু প্লে স্টোর থেকে এপস ডাউনলোড করলে মূল এপিকে ফাইলটা ডিভাইসের ফোন মেমরি বা রমে সেভ করে। সেখান থেকে ইন্সটল হয়।

ফলে রমের মেমরির অপচয় হয়। যাক সে কথা। আজ আপনাদের সাথে এমন একটি লিংক শেয়ার করব, যেখান থেকে প্লে স্টোরের সকল এপস আপনি সরাসরি আপনি আপনার পিসিতে ডাউনলোড করে রাখতে পারবেন।

মূলত এই সাইট টা প্লে স্টোরের এপসের লিংকটা কে জেনারেট করে আপনাকে অন্য আরেকটি মিরর লিংক দিবে। তাহলে আসুন শুরু করা যাক, এপস ডাউনলোডিং মিশন

প্রথমে গুগল প্লে স্টোরে প্রবেশ করে আপনি কোন এপস/গেমসের নাম লিখে সার্চ দিন।

উদাহরণ স্বরূপ এখানে Temple Run 2 গেমসটির লিংক দেয়া হয়েছে। এখন Temple Run 2 গেমটির লিংকটি গুগল প্লে স্টোর থেকে কপি করুন।



এরপর এই লিংকে প্রবেশ করুন।

সাইটের লিংকঃ APK Downloader

সাইটটিতে প্রবেশ করে খালি বক্সটিতে প্লে স্টোর থেকে কপি করা লিংকটি এখানে পেস্ট করুন। Generate Download Link এ ক্লিক করুন।

কিছুক্ষণ সময় নিবে। অতঃপর এরকম দেখাবে



Generate Download Link এর নিচে Click here to download এ ক্লিক করুন। দেখবেন আপনার কাঙ্খিত এপস/গেমসটি আপনার পিসিতে ডাউনলোড হওয়া শুরু করেছে। এবার ডাউনলোড করে আপনার এন্ড্রয়েড ডিভাইসে ইন্সটল দিন আপনার কাঙ্খিত এপস/গেমসটি । ধন্যবাদ।



হ্যাপি এন্ড্রয়েডিং
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।