আমাদের কথা খুঁজে নিন

   

রব উঠেছে গাঁয়ের মাঝে



রব উঠেছে গাঁয়ের মাঝে
কমছে পানি বিলে
মাছ ধরিতে যাব আমরা
সাত গাঁয়ের লোক মিলে।

শীতের সকাল কুয়াশাতে
শিশির ভেজা পথে
মাছ ধরিবার যস্ত্র হাতে
চলছে বিলের রথে।

কেউবা হাতে পেলাইন ধরে
কেউবা পলো নিয়ে
হাড় কাঁপানো ঠাণ্ডা জলে
নামছে বিলে গিয়ে ।

শতেক হাজার মানুষ বিলের
নামলে চর্তুদিকে
জলের তলের মাছেরা হায়
কেমনে থাকে টিকে।

দিকবিদিক যায় ছুটে মাছে
প্রাণ বাঁচাবার তরে
সুযোগ বুঝে শিকারীরা
জাল দিয়ে নেয় ধরে ।



আকাশ পথে নানান নামের
চিল আসিতো উড়ে
রঙ-বেরঙের পাখনা মেলে
ঘোরতো সারা বিলে ।

কেউ ধরে মাছ পলো দিয়ে
কেউ ধরে মাছ জালে
শোল বোয়াল রুই কাতলা মাছ
যার পড়ে যা ভালে ।

টেংরা কিংবা শিঙের কাঁটা
বিঁধলে পায়ে হাতে
ক্ষত স্থানে পেসাব করে
শেক লাগাতো তাতে ।

শীত ভাগিতো হিমালয়ে
কাঁপন কে আর মানে
মাছ ধরিয়া জুটা বেঁধে
ছুটতো বাড়ির পানে ।

দশপণি বিল এজমালি বিল
নানান নামের বিলে
মাছ ধরিত গাঁয়ের লোকে
উৎসবেতে মিলে ।



ঝপাৎ ঝপাৎ পানির আওয়াজ
মাছের লাফালাফি
স্মৃতির পাতায় শুধুই জমা
বন্দী মনের ঝাঁপি ।

ঝিল গিয়েছে ভরাট হয়ে
বিল দিয়েছে ডাক
সরকারী সব নিয়ম দেখে
মানুষ হতবাক ।

গাঁয়ের লোকের বিল ঝিলেতে
নেই আর অংশীদারী
পা ফেলিবার হুকুম নেই আজ
সবই যে সরকারী ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।