মনের কোঠরে নিভৃত পদচারনা
রাজধানীর মগবাজারে একসময়ের খ্যাতনামা হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের পরিবেশ মনোরম। কিন্তু রোগী নিয়ে ভেতরে না থাকলে আপনি বুঝতে পারবেননা, কি চরম অব্যবস্থা আর দুর্নীতির শিকারে পরিনত হয়েছে জায়গাটি। হাসপাতালের নার্স, ওয়ার্ডবয়, কর্মচারীদের রাজত্বে রোগীর জীবন সংকটাপন্ন হয়ে পড়ে এখানে। বেসরকারি হয়েও এখানকার নার্স, কর্মচারীদের অসীম ক্ষমতা আর দুর্ব্যবহার দেখে মনে হয় সরকারি হাসপাতালও এর চেয়ে ভাল।
এখানকার কর্তব্যরত নার্সদের আচরন এমন যে, এরা নার্স না হয়ে, কসাই অথবা কারাগারের জল্লাদের কাজ করলে বেশি মানানসই হতো। মানুষ রোগী নিয়ে হাসপাতালে আসে বিপদে পড়ে। কিন্তু এদের কাছ আসলে মনে হয়, নিজের গাটের টাকা খরচ করে করুনা ভিক্ষা করতে এসেছি, নিতান্ত দয়াবশত: দুর্ব্যবহার করছে।
নামেই রেড ক্রিসেন্ট, কাজে নয়, সুতরাং নাম দেখে ভুলেও এই দিকে পা বাড়াবেন না। কাড়িকাড়ি টাকা তো নেবেই, দুর্ব্যবহার তো করবেই, রোগীর জীবন নিয়ে টানাটানি পড়বে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।