টিভি ও প্রিন্ট মিডিয়াগুলো খুললেই দেখা যাচ্ছে BAL-এর নেতা-নেত্রীরা বলছে ৫ই জানুয়ারী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে এবং সেই নির্বাচনে আওয়ামীলীগ পাশ করে আসবে।
সারা বিশ্বের সবাই জানে আওয়ামীলীগ ইতিমধ্যেই ১৫৪টি আসন বিনাপ্রতিদ্বন্ধিতায় পাশ করে গেছে এবং এই সংখ্যা সরকার গঠনের জন্য যথেষ্ঠ। দেশবাসি সকলের দাবি ছিল বাকি গুলারে এইভাবেই পাশ করিয়ে নিয়ে আসা হোক এবং দেশের অর্থ সম্পদ রক্ষা করা হোক।
২০১৩ সালে এসেও BAL-এর নেতা-নেত্রীরা কি মনে করছেন বাংলাদেশের মানুষ অকারাচ্ছন্ন যুগে আছেন ? সেটা মনে করে থাকলে ভুল করছেন। এখন প্রায় সবার ঘরেই ডিশ কানেকশন ও ইন্টারনেট পৌছে গেছে। সবাই তৎক্ষনাক সারা দুনিয়ার সংবাদটি জানতে পারছেন। কিছু সংখ্যক কট্টর দালাল ছাড়া সারা দেশের সবাই চাচ্ছে সকল দলের অংশগ্রহনে একটি নির্বাচন। কিন্তু BAL-এর একশ্রেণীর নেতা-নেত্রীরা কোন কর্ণপাত করছেন না!
BAL-এর নেতা-নেত্রীদের বলতে চাই ৫ জানুয়ারী যে নির্বাচন করতে যাচ্ছেন তা কি আপনাদের দলীয় ফান্ডের টাকা দিয়ে করবেন ? নাকি জনগনের রাজস্ব থেকে খরচ করবেন ?
যদি জনগনের রাজস্ব থেকে উক্ত তামাশার নির্বাচনে কয়েকশ কোটি টাকা খরচ করতে চান, তাহলে ঐ টাকার মধ্যে আমারো হক আছে, আমি আমার টাকার দাবি ছাড়ব না। যদি কেয়ামত ও পরকাল বিশ্বাস করে থাকেন, আমি আমার অর্থের জন্য আল্লাহর কাছে নালিশ করব।
উল্লেখ্য BAL = Bangladesh Awami League
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।