আমাদের কথা খুঁজে নিন

   

ড: জিকিল এবং হাইড

সাধারণ

ড: জিকিল এবং হাইড একই ব্যক্তি দুই রূপ ধারণ করে। ড: জিকিল একজন ভাল মানুষ একটা ঔশুধ সেবনের ফলে হাইড এ পরিনত হয়ে রাস্তায় অনেক ধরনের খারাপ কাজ করে আবার ঔশুধ সেবনের পর ড: জিকিল এ পরিনত হয়। কিন্তু একদিন ঔশুধ সেবনের পর ও আর ড: জিকিল এ পরিনত হয় না।
প্রতিটা মানুষের দুইটা দিক থাকে, একটা খারাপ দিক আর একটা ভাল দিক। প্রতিনিয়ত অন্যায় ঘটনা দেখতে দেখতে ভাল দিকটা লোপ পেতে থাকে। খারাপ মানুষের সাথে মিশতে মিশতে বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেলে।
আজকের কম্পিউটারগুলো হয়তো বা একদিন মানুষ যেটা বলবে সেটা না করে অন্য কিছু করবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।