আমাদের কথা খুঁজে নিন

   

এখন আমিঃ

স্বপ্ন বিলাসী আমি । স্বপ্নে নিজেরে খুঁজি । কল্পনায় বেঁচে থাকি । বাস্তবতা ভুলে যাই বারবার ।

বিশ্বাস করো, আমি এখনো বেঁচে আছি ।


মরে যাইনি বা পথের কোন পাগলও হয়ে যাই এখনো !
তোমাকে বলা আমার সব কথাই ছিল মিথ্যা পরিহাস মাত্র ।
আমার চিৎকার করে বলা সব কয়টা প্রতিশ্রুতি ছিল শুধু নাটকীয়তা সৃষ্টির জন্য ।
কবিতা, গানগুলো ছিল কেবল আবহ সৃষ্টি উদ্দেশ্যে ।
এখন আমি সকল বন্ধন থেকে মুক্ত ।
আজকাল চারপাশের মানুষগুলোকে কেবল রক্ত মাংসের স্তূপ মনে হয় ।


সকল বিচার-বিশ্লেষণ আর যুক্তি-তর্ক পাশ কাঠিয়ে
কেবল এতটুকু জানি, আমি আছি শুধু আমার ।
হয়ত কারোরই ছিলাম না কোন কালে ।
আবার হয়তোবা ............... !!
গতকাল সমস্ত রাতের জল-বিলাসের উন্মাদনায় নিজেকে যতেষ্ঠ পরিমাণ ডুবিয়ে রেখেছিলাম
মুক্ত হবার উন্মাদনায় ।
স্পন্দিত হৃদয়ে কম্পমান হাত দুটো দ্বারা যদ্দুর সম্ভব শক্ত করে গ্লাসে আঁকড়ে ধরে ছিলাম ।
মনে হচ্ছিল একটা মহা শূন্যতার মাঝে একমাত্র অবলম্বন ওটা ।


সব কয়টা দ্বার বন্ধ করে রেখেছিলাম
আজকের দিনটাকে নিজের কাছে দুর্বোদ্ধ করে রাখবো বলে ।
ছিলামও আমি, কেবল আমার ভেতরেই,
অন্তরাত্মার সন্ধানে ।
অবশেষে পেরে উঠতে পারিনি আমি ।
আমি আবারো দগ্ধ হই ,
গন্ধ ছড়াই ।
এই ফুল ছেড়ে ওই ফুলে যাই ।


নতুন দ্বীপ, নতুন উদ্যানের সাথে পরিচয় হয় ।
অতপর এতে মগ্ন হই, মেতে উঠি, সাঁতরাতে থাকি, ভাসতে থাকি ।
অবশেষে ডুবে যাই ।
ডুবেই থাকাতেই যে চিরন্তন সুখ । ।



৩১ ডিসেম্ভর, ২০১৩ ইং
ঢাকা ।

(২০০৮ সালের আজকের এই দিনেই প্রথম প্রতিশ্রুতি দেয়া-নেওয়া হয়েছিল দুজনাতে । )


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।