আমাদের কথা খুঁজে নিন

   

“ মানুষখেকো বাঙ্গালী ”




বারবিকিউ উৎসব চলছে দেশে ;
ধোঁয়া শার্ট, সুগন্ধির আবেশ নিয়ে বেড়িয়ে পড়ি পথে ।
আজ সামিল হবোই হবো এতে ।
শাহবাগ, পল্টন কিংবা সারা দেশে ,
শাখা আছে অনেক ;
অফিস কিংবা বাসায় যাবার পথে ।
একদম তৈরি পাবে ,
গরম গরম, যদিও সস পাবেনা সাথে ;
ব্যাংকার, বাসের হেল্পার, গর্ভবতী মহিলা- কতো আছে রকমভেদ ।
শুধু রুচিটাকে বদলে নেবো ,
তবুও মানুষখেকো বাঙ্গালী হবো ।

তুমি কি আমার জন্য জন্মেছিলে ?
সত্যি বলো -
নরম শীতের পরশ মেখে
তুলতুলে সেই শিশু ,
আজকে সে পুরুষ হলো ,
সে কি আমার জন্যই !
সত্যি বলো -

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।