আমাদের কথা খুঁজে নিন

   

অচল ট্রাকের ‘কূটনৈতিক শিষ্টাচার’

পুলিশের ভাষ্য অনুযায়ী ট্রাকগুলো ‘নষ্ট’। অবশ্য দুই বিদেশি দূতের আগমনে দুটি ট্রাককে হঠাৎ সচল হয়ে কূটনীতিকদের চলাচলের পথ করে দিতে দেখা গেছে।
কূটনীতিকরা চলে যাওয়ার পর সেগুলো আবার আগের জায়গায় ফিরেও এসেছে।      
ওই সড়কের ‘ফিরোজা’ নামের বাড়িটি গত চার দিন ধরে সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ওই বাড়িতেই থাকেন।

আট প্লাটুন পুলিশের নিশ্ছিদ্র পাহারায় কার্যত তিনি অবরুদ্ধ। ফলে গণমাধ্যমকর্মীদেরও ঘুম হারাম।    
প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দেশের টেলিভিশন চ্যানেল ও ইন্টারনেটের সংবাদমাধ্যমগুলো ওই সড়কের হালনাগাদ পরিস্থিতি সম্পর্কে দেশবাসীকে জানাচ্ছে। পুলিশ কমল না বাড়ল, বিএনপি নেত্রী কিছু বললেন কি না, কেউ তার বাড়িতে এলো কিনা- সব খবরই তারা বলার চেষ্টা করছেন।  
আর এরই মধ্যে ‘অচল’ ট্রাকের আচরণ ও পুলিশের বক্তব্য হাস্যরসেরও জন্ম হয়েছে গণমাধ্যমকর্মীদের মধ্যে।

 
 

সড়কের পশ্চিম মুখে দাঁড় করিয়ে রাখা তিনটি ট্রাক

 

সোমবার পূর্ব অংশে রাস্তার ওপর রাখা দুটি ট্রাক


সড়কের পশ্চিম মুখে দাঁড় করিয়ে রাখা তিনটি ট্রাক
সোমবার পূর্ব অংশে রাস্তার ওপর রাখা দুটি ট্রাক
গত ২৪ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া নির্বাচন প্রতিহতের ঘোষণা দেন এবং সবাইকে ‘ঢাকামুখী গণতন্ত্রের অভিযাত্রায়’ শামিল হয়ে ২৯ ডিসেম্বর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে বলেন।   
ঢাকা মহানগর পুলিশ বিএনপিকে সমাবেশের অনুমতি না দিলেও শনিবার দলের পক্ষ থেকে বলা হয়, রোববার সমাবেশ হবে এবং খালেদা জিয়া তাতে যোগ দেবেন।  
ওই রাতেই গুলশানে খালেদার বাড়ির সামনে পুলিশের কড়া পাহারা বসে। সড়কের পূর্ব অংশে দুটি এবং পশ্চিম প্রান্তে আরো দুটি বালির ট্রাক পথ আগলে দাঁড়ায়। রোববার সকালে তাদের সঙ্গে যোগ দেয় আরো একটি ট্রাক।


এর মধ্যেই দিনভর সংবাদকর্মীদের আনাগোনা চলে, দায়িত্বরত পুলিশ সদস্যদেরও পালাবদল হয়। তবে ট্রাকগুলো জায়গামতোই থাকে।     
এ বিষয়ে গুলশানের ওসি রফিকুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করা হলে রোববার তিনি সাংবাদিকদের বলেন, “নষ্ট হয়ে যাওয়ায় ট্রাকগুলো ওভাবে দাঁড়িয়ে আছে। ”
প্রথম দিন গলির মাথার তিনটি ট্রাকের মধ্যে পাশাপাশি থাকা দুটি ট্রাকের মঝে কিছুটা দূরত্ব থাকলেও সোমবার দুপুরে সেগুলোকে একেবারে গায়ে গায়ে দাঁড়ানো দেখা যায়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এদিন ওসির উত্তর, “ট্রাকগুলোর ইঞ্জিন এখনও নষ্ট।


কিন্তু ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন সোমবার বিকালে হঠাৎ করেই খালেদার বাড়িতে উপস্থিত হলে সড়কের পূর্ব অংশের দুটো ‘অচল’ ট্রাককে সচল হতে হয়। ট্রাক সরিয়ে জায়গা করে দেয়ার পর ফিরোজায় পৌঁছান ব্রিটিশ দূত।
ঘণ্টাখানেক বৈঠক করে গিবসন বেরিয়ে যাওয়ার পর ট্রাকগুলোও আগের জায়গায় ফিরে আসে।  
 

ড্যান মজিনা খালেদা জিয়ার বাড়িতে আসার আগে

 

মার্কিন রাষ্ট্রদূত খালেদা জিয়ার বাড়িতে ঢোকার পর


ড্যান মজিনা খালেদা জিয়ার বাড়িতে আসার আগে
মার্কিন রাষ্ট্রদূত খালেদা জিয়ার বাড়িতে ঢোকার পর
মঙ্গলবার একই ঘটনা ঘটে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনার ক্ষেত্রে। তার যাওয়ার পথ করে দিতে দেড় ঘণ্টা সময় ‘সরে দাঁড়ায়’ ট্রাক।

 
খালেদার বাড়ির সামনে খবরের অপেক্ষায় থাকা এক সংবাদকর্মীকে এ সময় বলতে শোনা যায়- ‘নষ্ট’ হলেও এই ট্রাক ‘কূটনৈতিক শিষ্টাচার’ জানে।  
‘নষ্ট’ ট্রাক বিশেষ সময়ে সচল হচ্ছে কীভাবে- এমন প্রশ্নে মঙ্গলবার গুলশানের ওসির জবাব- “নো কমেন্টস” 
ট্রাক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে ঢাকার পুলিশ কমিশনারকেও। তবে বর্ষবরণের রাতের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে সোমবার কথা বলতে আসা বেনজির আহমেদ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।     
অবশ্য সোমবার একটি ট্রাকের ভেতরে থাকা এক চালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ ‘রিকুইজিশনে’ তারা এসেছেন। পুলিশ ছেড়ে দিলেই চলে যাবেন।

 

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।