আমাদের কথা খুঁজে নিন

   

♣ সেলফ এসেসমেন্ট -২০১৩♣

নহি দেবী, নহি সামান্যা নারী।


বছর জুরে মোটামুটি সব পোস্টের শুরুতে এবং শেষে '♣' এই চিহ্নটা দিয়েছি যার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে তিনি সহব্লগার 'সকাল রায়' ।
তার গোছানো ব্লগ দেখেই মুলত নিজের ব্লগের লিঙ্ক এবং পোস্টে এর ব্যবহার করা শুরু করি । ।

বছরের প্রথমেই ব্লগিংটা খুব আশা নিয়ে শুরু করলেও প্রথম এবং সবচেয়ে বড় ব্যর্থতা ছিল হুমায়ুন আহমেদ কে নিয়ে সহব্লগারদের দারুণ সব লেখা এবং ইমন জুবায়েরএর নিজের লেখার সংকলন নিয়ে অপরবাস্তব বইটি জাতীয় গ্রন্থমেলায় শেষ পর্যন্ত প্রকাশিত হতে পারেনি ।



নারী, সাইকোলজি আর ফটোগ্রাফি এই তিন বিষয়ে গভীর জ্ঞান না থাকলেও আগ্রহ আছে বললেও

নারী বিষয়ে পোস্ট করেছি মাত্র ৪টি ।

ঋতুপর্ণ ঘোষের সিনেমাগুলোতে নারীর ভাবনাগুলোকে, বাস্তবতায় নারীকে অনেক বেশি বাস্তব করে দেখায় বলেই হয়তো উনার সিনেমাগুলো থেকে কয়েকটার শর্ট রিভিউ লেখার দুঃসাহস দেখিয়েছিলাম ।

সাইকোলজি বিষয়ে পুরো বছরে ৩টি পোস্ট দেখা গেলেও সমালোচকের দৃষ্টিতে দেখলে তা মাত্র ১টি ।

ফটোগ্রাফি নিয়ে পুরো বছরে পোস্ট করেছি মাত্র ৪টি ।
এর মধ্যে কিছু স্মৃতি, ভালোবাসা, মা-মাটির ছোঁয়া থাকলেও
ফটোগ্রাফির বিবর্তন নিয়ে পোস্টটাতে নিজের ফটোগ্রাফির স্মৃতি কিছুটা হলেও ধরে রাখতে সক্ষম হয়েছি ।



নতুন অবস্থায় নিজে অনেক কিছুই বুঝতাম না । সিনিয়র সহব্লগারদের অনেক সহযোগিতা পেয়েছি । সেজন্যে অবশ্যই অন্তর থেকে কৃতজ্ঞতা থাকবে সবসময়ই ।
তারপরও নতুন ব্লগ লিখতে আগ্রহী যারা তাদের জন্যে এবং ওয়াচে থাকাদের জন্যে একটি গাইড বই তৈরির চেষ্টা করেছিলাম ।

পুরো বছরে ৫টি অনুগল্প আর গল্প লিখলেও আমার দ্বারা গল্প লিখা হবে না তা ব্লগের বাঘা বাঘা সব গল্প লিখিয়েদের দেখে বেশ বুঝতে পেরেছি ।



গত আড়াই বছরের ব্লগিংএ যে সাহস করিনি, ২০১৩তে সেই সাহস দেখিয়েই ৩ টা কয়েক লাইনের লেখাকে 'কবিতা' বলে চালানোর দুঃসাহস করেছি এবং প্রচন্ড বিষ্ময়ে লক্ষ্য করেছি, আমার সহব্লগাররা তাই দারুণভাবে গ্রহণ করেছে !

মাতৃভাষার প্রতি আমরা যথেষ্ট আন্তরিক থাকলেও ভাষার লৈখিক ব্যবহারে আমরা অনেকেই খুব সচেতন নই । তাই নিজের সচেতনতা বাড়াতেই শুরু করেছিলাম ভাষা আন্দোলন 'বানান সতর্কতা' আশা করছি আন্দোলনটি চালিয়ে যেতে পারবো । তবে ২০১৩তে আন্দোলনের গতি মাত্র ১টি পোস্টেই সীমাবদ্ধ ছিল ।

২০১১ সালের জুলাই মাসে ব্লগিং শুরু করার আগে আমার ১টা বইয়ের দ্বিতীয় সংস্করণ বের হয়েছিল । কিন্তু এর পর কোন বই বা আগের বইটারই নতুন কোন সংস্করণ বের করতে পারি নি ।

যা মোটেই আশা ব্যঞ্জক নয় । তাই চেয়েছিলাম অন্যরা যেনো সহব্লগারদের প্রকাশিত বই দেখে এবং এ থেকে কিছু তথ্য পেয়ে আগ্রহী হয়ে উঠে কাগুজে চেহারায় নিজের লেখাকে দেখতে ।


এবার আসি লেখা থেকে নিজের ব্লগে যেসব সমস্যার সমাধান করতে পারিনি নিজের মতো করে ।

সার্ভার সমস্যা
সার্ভার সমস্যার কারণে অনেক সময়ই নিজের সুবিধামতো সময়ে ব্লগে লগইন করতে না পারলেও সমস্যাটাকে আমার নিজের সীমাবদ্ধতাই মনে করবো ।

লাইক বাটন
আমার পোস্টে অনেকেই ইচ্ছে থাকা সত্ত্বেও ভালো লাগা বাটন চাপতে না পারলেও আমি ঠিকই কোন না কোন ভাবে পছন্দের পোস্টে ভালো লাগা বাটন চাপতে পেরেছি ।


এজন্যে অবশ্য সহব্লগার ইখতামিনকে কৃতজ্ঞতা জানাতে হয় ।

নোটিফিকেশনটা নিজ ব্লগে

আমার জানার সীমাবদ্ধতার কারণে নিজের ব্লগের নোটিফিকেশন বক্সটার কাজ সম্বন্ধে অবহিত হতে পারিনি ।
তাই প্রায়ই মনে হয়েছে, নিজের নোটিফিকেশনগুলো এই বক্সে পেলে খুব ভালো হতো ...আফসোস নিয়েই বছর শেষ করলাম ।

নিজব্লগের টেমপ্লেটটা

টেকি বিষয়ে জানার সীমাবদ্ধতার কারণে নিজের ব্লগের টেমপ্লেটটা কিভাবে সেট করতে হয়, আজও বুঝলাম না !

পুরনো পোস্টগুলোতে ছবি !?
আমার পুরনো কিছু ছবি ব্লগ পোস্টে ছবি দেখা যায় না ।
♣ভোজন রসিকদের জন্যে ফুডোগ্রাফি♣
♣বলধা গার্ডেন: যাযাবরের শখের ফটোগ্রাফি♣
বরিষ ধারা মাঝে...-ছবি ব্লগ
বিশেষ যতন করিয়া রবি বাবুর ভক্তকুলের জন্যে সার্ধশত জন্মবার্ষিকীর একখানা উপহার-ছবি ব্লগ
আজ ২৪শে ফেব্রুয়ারি, শুক্রবার ২০১২ বাংলা ব্লগের একটি মিলনমেলায় ব্লগার বন্ধুদের সাথে কিছু সুন্দর সময় সাথে ছবি ব্লগ
আফা/স্যার...ফুল নিবেন?
আজি বাংলাদেশের হৃদয় হতে

ওগুলোকে উদ্ধার না করেই বছর শেষ করলাম ! কষ্টে সত্যিই মন খারাপ লাগছে ।



মোবাইল ইউজার হিসেবে আমি
মোবাইল থেকে ব্লগিং করার চেষ্টা করেছি কিন্তু পুঁজিবাদী সমাজ ব্যবস্থার মতো মোবাইল ইউজার হিসেবে আমি রিপ্লাই বাটন ব্যবহারের সুযোগ পাইনি ।

২০১৩ এর পুরোটা জুরে অনেককে আর শেষ বেলায় পুরোটা সময় ধরে যাদেরকে মিস করেছি তাদের কয়েকজনের মধ্যে -

উনাদের মধ্যে শুধু মাত্র জুন তার স্বমহিমায় ব্লগিঙ করে যাচ্ছেন আর কালীদাসকে তবু্ও দেখা যায় মাঝে মধ্যে ।
ব্লগার রেজো্ওয়ানা তার এই নিকে আর লগইন হতে পারছেন না বলে জানিয়ে নতুন নিক নেবার কথা ভাবছেন ।
আমি পারিনি তাদেরকে ব্লগে ফিরিয়ে আনতে ।

প্রিয়তে রাখা পোস্ট ।



অনেক সময়ই পোস্ট প্রিয়তে রাখি যার মধ্যে কিছু পোস্ট সবসময় সামনে রাখতে চাই ।
কিন্তু প্রথম ২০টা পোস্টের পরে যদি তেমন কোন পোস্ট চলে যায় তবে তা আর সামনে আনতে পারি না ।
জানি না এই সমস্যার সমাধান কিভাবে করবো ।

আমার প্রিয় পোস্ট
বর্ষ পরিক্রমাঃ সামহোয়্যার ইন... ব্লগ' ২০১৩ - *কুনোব্যাঙ*
মুছে ফেলুন

ইদানিংকার শোনা ওমেন ফ্রন্টেড ব্যান্ডগুলোর ফেভারিট কিছু গান !! - কালীদাস
মুছে ফেলুন

আয়াতুল কুরসীর ফজিলত - আহমেদ আলিফ
মুছে ফেলুন

আপনার পিসিতেই আছে; আপনি জানেন কী!? - রামন
মুছে ফেলুন

CRUX: দক্ষিণের অভিযাত্রীদের পথ প্রদর্শক !!! - *কুনোব্যাঙ*
মুছে ফেলুন

জেনে নিন দ্রুত ওজন কমানোর উপায়গুলো!! - পথহারা নাবিক
মুছে ফেলুন

মিথ্যুক দের মিথ্যা ধরতে চান? (১০ টি বৈজ্ঞানিক পদ্ধতি) - বাঁশ আর বাঁশ
মুছে ফেলুন

সামু ব্লগ ২০১৩ ফুটবল টিম - রৌহান খাঁন
মুছে ফেলুন

বেগম রোকেয়া ভার্সেস পুরুষতান্ত্রিক মিডিয়া - সাদরিল
মুছে ফেলুন

কেরিয়ার কাউন্সিলিং বা বেকার বন্ধুদের জন্য ফ্রি উপদেশ (যারা স্বকার তাদের জন্য ও) ........ পর্ব-২ - সোহানী
মুছে ফেলুন

বাংলাদেশের সর্বাধিক দর্শনীয় স্থানের নামের তালিকা: আপনার প্রিয়তে নিতেই হবে - এম. মিজানুর রহমান সোহেল
মুছে ফেলুন

সামহোয়্যার ইন... ব্লগঃ শিশুদের জন্য পোষ্ট সমগ্র - এহসান সাবির
মুছে ফেলুন

ওরিগামি: কাগজের শিল্প - মাহদী০০৭
মুছে ফেলুন

বিজ্ঞাপণে অশ্লীলতা এবং কিছু কথা... - ফরিদ আলম
মুছে ফেলুন

লোকসান করে পথে বসছে কৃষক অন্যদিকে সাপ্লায়ের অভাবে কৃষিপণ্যর অগ্নিমূল্য!!...তবে কি দুর্ভিক্ষের পথে দেশ??... - যুবায়ের
মুছে ফেলুন

The Wolf Children Ame and Yuki – মুভি রিভিউ - মোঃ আসিফুল হক
মুছে ফেলুন

বাংলাদেশের বিভিন্ন থানার ফোন নাম্বার - সংগ্রহে রাখুন। - টেস্টিং সল্ট
মুছে ফেলুন



। ভার্চুয়াল চিঠি । । - সুমন কর
মুছে ফেলুন

সামু ব্লগার'স ফটো এলবামঃ ব্লগ ডের আগেই চিনে নিন পরিচিত ব্লগারদের ! - অপু তানভীর
মুছে ফেলুন

'বিয়ে' শীর্ষক বাণী চিরন্তনী অর্থাৎ Marriage Quotes - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
মুছে ফেলুন
আরও পোস্ট দেখুন
Click This Link
Click This Link10

এর পরেরগুলো স্ক্রিনশট নিয়েও পারিনি ।
Click This Link20
Click This Link30
Click This Link40
Click This Link50
Click This Link60
Click This Link70
Click This Link80
Click This Link90
Click This Link100
Click This Link110
Click This Link120
Click This Link130
Click This Link140
Click This Link150
Click This Link160
Click This Link170
Click This Link180
Click This Link190
Click This Link200
Click This Link210


২০১৩ তে...
ভার্চুয়াল আমি :
নিজস্ব ব্লগস্পট
ফেসবুকে আমি
টুইটারে
গুগলপ্লাস
ফ্লিকারে



পুরো বছর ধরে যারা ভালো বলে, মন্দ বলে পাশে ছিলেন তাদের কে বিশেষভাবে ধন্যবাদ :
আইডিয়ার জন্যে কৃতজ্ঞতা ব্লগার কথক পলাশ।



সামহোয়্যারইন ব্লগকে অসংখ্য ধন্যবাদ জানাই সব সমস্যার পরেও ব্লগিং করার সুযোগটা পাচ্ছি বলে ।

২০১৩ নিয়ে সেলফ এসেসম্যান্ট শুধু ব্লগে নয়, ব্যক্তিগত জীবনে এবং পেশাগত জীবনেও করবো ভাবছি ।

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা । ।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।