ওদিকে, ব্যাক্তিজীবনের এসব ঘটনা ছাড়াও জনসমক্ষে নানা ধরনের উদ্ভট কর্মকাণ্ডের জন্য শিরোনামে এসেছেন কেই কেউ। আলোচনায় ছিল তারকাদের নানারকমের সাহসী পদক্ষেপগুলোও।
এতকিছুর মাঝেও বিশ্ব কেঁদেছে প্রিয় তারকাদের অন্তর্ধানে। পিটার ও’টুল, পল ওয়াকারদের মতো শিল্পীদের প্রয়াণে শোকাবহ হয়েছে তারকাদের আলোঝলমলে দুনিয়া।
সেলিব্রিটিদের জীবনের এমনসব ঘটন-অঘটন নিয়েই বছরশেষের এই আয়োজন।
কারও প্রেম, কারও বিচ্ছেদ, কারও বিয়ে
প্রতিবছরের মতো এবারও বিচ্ছেদ কিংবা গাঁটছড়া বাঁধার জন্য শিরোনাম হয়েছেন বেশ কয়েকজন তারকা। বছরজুড়ে শোনা গেছে মিলা কিউনিস এবং অ্যাশটন কুচারকে নিয়ে নানা গুজব। কখনও তারা বিয়ে করছেন কখনও-বা মা হচ্ছেন কিউনিস! তবে খবরগুলো যে শুধুই গুজব, শেষমেশ বুঝতে পেরেছে সবাই।
অগাস্ট মাসে খবর আসে, হলিউডি জুটি মাইকেল ডগলাস এবং ক্যাথরিন জেটা জোন্সের ১৩ বছরের সংসারে লেগেছে ভাঙনের মড়ক। আইনগতভাবে বিচ্ছেদ না হলেও ওই সময় আলাদা বসবাস করতে শুরু করেন এই দম্পতি।
বছর শেষে জানা যায়, বেশ কিছুদিন দূরে থাকার পর ক্যাথরিন এবং সন্তানদের কাছে ফিরে গেছেন ডগলাস।
৮৩ বছর বয়সী হলিউডি অভিনেতা এবং নির্মাতা ক্লিন্ট ইস্টউড স্ত্রী ডিনা রুইজের সঙ্গে ১৭ বছরের বিবাহিত জীবনের ইতি টেনেছেন এ বছর। সিনিয়র জুটিদের মধ্যে বিচ্ছেদ হয়েছে আরও কয়েকটি জুটির। এদের মধ্যে আছেন অভিনেতা রিচার্ড গিয়ার এবং স্ত্রী কেরি লয়েল, ১১ বছরের বিবাহিত জীবন শেষে এখন আলাদা বসবাস করছেন তারা।
এ বছরের অন্যতম আলোচিত বিচ্ছেদ ছিল মাইলি সাইরাস এবং লিয়াম হেমসওয়র্থের বিচ্ছেদ।
সাইরাসের উচ্ছৃক্সখল জীবনযাপনের কারণে অনেক আগেই হেমসওয়র্থের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয় তার। ওদিকে অভিনেত্রী জানুয়ারি জোন্সের সঙ্গে হেমসওয়র্থের ঘনিষ্ঠতা ছিল চোখে পড়ার মতো। অবশেষে বাগদানের প্রায় একবছর পর বিচ্ছেদ ঘটান ওই জুটি।
এদিকে সবাইকে মোটামুটি তাক লাগিয়ে দিয়ে গোপনে বিয়ে করে ফেলেন অভিনেত্রী জোয়ি সালডানা। জানুয়ারি মাসে ব্র্যাডলি কুপারের সঙ্গে বিচ্ছেদের পরপরই দীর্ঘদিনের বন্ধু মারকো পেরেগোর সঙ্গে গাঁটছড়া বাঁধেন সালডানা।
চলতি বছরে বেজেছে আরও অনেক তারকার বিয়ের সানাই। মে মাসের শুরুতে ব্রিটিশ রক গায়ক জেমস রাইটনকে বিয়ে করেছেন অভিনেত্রী কিরা নাইটলি। পহেলা জুলাই বিয়ের পিঁড়িতে বসেছেন পপতারকা অ্যাভ্রিল লাভিন এবং চ্যাড ক্রুগার। অভিনেত্রী ক্রিস্টিনা রিচি অক্টোবরের শেষের দিকে গাঁটছড়া বাঁধেন অভিনেতা জেমস হার্ডিজেনের সঙ্গে।
যাদের পরিবারে এল নতুন অতিথিযদিও এবছর অনেক গুণী শিল্পীকে হারিয়েছে হলিউড, তবে অদূর ভবিষ্যতের জন্য পৃথিবী স্বাগত জানিয়েছে আরও অনেক তারকা সন্তানদের।
ব্রিটিশ রাজবধূ কেইট মিডলটন থেকে শুরু করে কিম কার্ডাশিয়ান, ক্রিস্টেন বেল, শাকিরা, পেনোলপে ক্রুজসহ এ বছর মা হয়েছেন মোট ৩২ অভিনেত্রী! এই তালিকায় আরও আছেন হ্যালি বেরি, জেসিকা সিম্পসন, লিলি অ্যালেনের তো হলিউডিরা।
বছরের শুরুটা হয়েছে রাজবধূ কেইট মিডলটনের গর্ভবতী হওয়ার খবরের মাধ্যমে। ইংল্যান্ডের রাজপরিবারের নতুন সদস্য ছেলে হবে না কি মেয়ে-- এ নিয়ে জল্পনাকল্পনার শেষ ছিল না বিশ্ববাসীর। যদিও অনাগত সন্তানের লিঙ্গ সম্পর্কে মুখ খোলেনি রাজদম্পতি, কিন্তু হবু চাচা প্রিন্স হ্যারি ফাঁস করে দেন সেই গোপন তথ্য। অবশেষে ২২ জুলাই সারাবিশ্ব স্বাগত জানায় প্রিন্স উইলিয়াম এবং কেইট মিডলটনের প্রথম পুত্রসন্তান জর্জ আলেকজান্ডার লুইসকে।
একই সময়ে ব্যাপকভাবে আলোচিত গর্ভবতী তারকা ছিলেন কিম কার্ডাশিয়ান। প্রেমিক কেনি ওয়েস্টের সঙ্গে সন্তান গ্রহণের খবর নিয়ে বছরের শুরু থেকেই সংবাদের শিরোনাম হয়েছেন কার্ডাশিয়ান। ১৫ জুন লস এঞ্জেলেসের এক হাসপাতালে মেয়ে নর্থ ওয়েস্টের জন্ম দেন কার্ডাশিয়ান।
এরপর থেকে শোনা যায় একের পর এক নতুন অতিথির খবর। অভিনেতা শ্যানিং ট্যাটাম এবং তার অভিনেত্রী স্ত্রী জেনা ডেওয়ান ট্যাটামের কোলজুড়ে ৩০ জুন আসে প্রথম সন্তান এভারলি।
সাংবাদিকদের কাছে মোটা অংকে নিজের সন্তানের ছবি বিক্রি না করে ভক্তদের সঙ্গে তা ফেইসবুক এবং টুইটারে শেয়ার করেন ট্যাটাম। এর জন্য ভক্তমহলে ট্যাটামের জনপ্রিয়তা আরও একধাপ বেড়ে যায়।
৫ অক্টোবর দ্বিতীয় পুত্র ম্যাসেওকে স্বাগত জানিয়েছেন তারকা জুটি হ্যালি বেরি এবং অলিভার মারটিনেজ।
স্প্যানিশ তারকা জুটি পেনোলপে ক্রুজ এবং হাভিয়ার বারডেম ২২ জুলাই স্বাগত জানিয়েছেন তাদের নবজাতক কন্যা লুনা এনিসাজ ক্রুজকে।
জোলির ম্যাস্টেকটমি বছরের মাঝামাঝি সময়ে এক বিশেষ খবর জানিয়ে বিশ্বজুড়ে সবাইকে অবাক করে দেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।
১৪ মে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয় জোলির লেখা এক প্রবন্ধ। যেখানে জোলি জানান, বংশগতভাবে স্তন ক্যান্সার এবং ডিম্বাশয়ের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকায় ডাবল ম্যাস্টেকটমির মাধ্যমে নিজের দুটি স্তনই অপসারণ করেছেন তিনি।
স্তন ক্যানসারের শতকরা ৮৭ ভাগ সম্ভাবনা থাকার কারণে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন জোলি। এ ধরনের সাহসী পদক্ষেপের ফলে বিশ্বজুড়ে হাজার হাজার নারীর অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠেন এই অভিনেত্রী। শুধু তাই নয়, তার এই সিদ্ধান্তে সমর্থন দিয়েছে তার পরিবার এবং ভক্তরাও।
মাইলির ‘অশালীন’ নাচএদিকে অগাস্ট মাসে ‘চোয়াল ঝুলে পড়ার মতো অশালীন’ নাচ নেচে শিরোনাম হন মাইলি সাইরাস। এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে গায়ক রবিন থিকের সঙ্গে তার এই অশালীন নাচ ব্যাপকভাবে সমালোচিত হয়।
চলে গেলেন যারা গ্ল্যামারের জগত হলিউড এ বছর হারিয়ে অনেক গুরুত্বপূর্ণ সদস্যকে, যাদের ক্ষতি সবসময়ই অপূরণীয় থাকবে। হলিউডে শুধুমাত্র ২০১৩ সালে মারা গেছেন মোট ৩৯ জন তারকা। মৃত্যুর এই মিছিল শুরু হয়েছে অভিনেতা জেমস গান্দলফিনিকে দিয়ে।
১৯ জুন ইতালির সিসিলিতে অবস্থান কালে হার্ট অ্যাটাকে মারা যান ৫১ বছর বয়সী এই অভিনেতা।
জুলাইতে শোনা যায় আরও এক অকাল মৃত্যুর খবর। অতিরিক্ত মাদক গ্রহণের ফলে মারা যান জনপ্রিয় টিভি শো ‘গ্লী’-এর অভিনেতা কোরি মনটিথ। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র ৩১ বছর।
এরপর অক্টোবর মাসের ২৭ তারিখ শেষনিঃশ্বাস ত্যাগ করেন আরও এক জনপ্রিয় তারকা, সংগীতশিল্পী লু রিড।
যকৃতের সমস্যার কারণে ৭১ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানান তিনি।
তবে এ বছরের সবচাইতে ভয়াবহ দুঃখজনক ঘটনা ছিল অভিনেতা পল ওয়াকারের মৃত্যু। ‘ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’ মুভি সিরিজের জনপ্রিয় চরিত্র ব্রায়ান ও’কনর যখন শুটিং করছিলেন এই সিরিজের সপ্তম কিস্তির, তখন হঠাৎ করেই পরপারে ডাক পড়ল তার।
ওয়াকারের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই বিশ্ববাসীর জন্য আরেক দুঃসংবাদ হয়ে এল প্রবীণ অভিনেতা পিটার ও’ টুলের জীবনাবসানের খবর। হলিউডের ইতিহাসের অন্যতম বিখ্যাত সিনেমা ‘লরেন্স অফ অ্যারাবিয়া’-খ্যাত ওই অভিনেতার মৃত্যু হয় ১৪ ডিসেম্বর সকালে।
মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮১ বছর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।