কখনও নিশ্চুপ হয়ে থেমে যাবো আমি
অঝোর বৃষ্টিস্নাত দিনে
তোমার হাত ধরার অপেক্ষায় ।
কখনও একই ছাতার নিচে
হেঁটে যাবো দুজন যখন স্বপ্নরা ভিজতে চায়
খুব করে ,
তখন আমি হারিয়ে ফেলবো ছাতাটা
খুব করে ভিজতে ।
আকাশ ফুঁড়ে দেখো মেঘ ঝরনার অবিরাম ধারা বহে
নৈশব্দের গালিচায় তুমি ছাড়া কেউ রয় না ।
দেয়ালের ওপাশে দাঁড়িয়ে যে তুমি আমার অপেক্ষায় ,
সেই তোমার ভেজা চুলের ঘ্রাণ নেবো
বৃষ্টির মাদকতায় ।
বৃষ্টি শেষে যখন একটা শান্ত হাওয়া
উড়ে যায় সময়টা জুড়ে,
তখন আর তোমার হাতটা আমার হাত ধরে থাকেনা ।
বৃষ্টি শেষে উড়ে যাও তুমি
এক খণ্ড মেঘের এক খণ্ড তুমি হয়ে ।
তোমার ওই হাতের রেখা কার ছবি আঁকে ?
সাদা এক খণ্ড মেঘ তোমার জন্যে
আকাশজুড়ে দৌড়ায় ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।