আমাদের কথা খুঁজে নিন

   

প.র্নগ্রাফীকে না বলুন, প.র্ণমুক্ত দুনিয়ায় আপনাকে স্বাগতম। প.র্ণ সাইট বন্ধ করতে ফ্রী Anti-P.0#rn সফটওয়্যার “K9 ওয়েব প্রটেকশন”।

বর্তমানে অনেকেই এখন প.র্ণ কে খুবই সাধারন ভাবে দেখেন। হয়তো এমন এক সময় প.র্ণ কাজে সম্পূত থাকাও একটি সাধারন ব্যাপার হয়ে দাড়াবে। আর এর সব নমুনার পরিচয় বা বর্ণনা দেয়া হয়েছে পবিত্র “কুরআন মাজীদে”। মানুষের মৃত্যু যে হবেই এর কোন নিস্তার নেই। আর আপনার দুষ্ট কর্মের শাস্তিও যে একদিন হবেই এরও কোন নিস্তার নেই।

আসুন এই পৃথিবীতে আমরা যতটুকু সময় আছি ততটুকুই ভাল কাজ করি, ভাল কাজে মানুষকে প্রেরনা জোগাই… তাহলেই আমাদের দেশ সোনার বাংলাদেশে রূপ নেবে।
উপড়ের কথাগুলো নেয়া হয়েছে — মাইক্রোহ্যাকার আলমাসের একটি পোষ্ট থেকে।  

এবার দেখে নেয়া যাক এই পোষ্ট লেখার জন্য যেই ফেসবুক স্ট্যাটাস থেকে অনুপ্রেরণা এবং পোষ্টে ব্যবহার করা সফটওয়্যার পাওয়া গিয়েছেঃ-
প.র্নগ্রাফীকে না বলুন। আমি #২০১৪ তে এই প্রতিজ্ঞা করেছি। আপনি যোগ দিতে পারেন আমার দলে।


ছোট্ট সুন্দর একটা লাইফ লীড করুন… আপনার পিসির / ফোনের সকল এডালন্ট কন্টেন্ট এক্ষুনি মুছে দিয়ে দেখুন, মন হালকা হবে নিশ্চিত, কারন তখন আপনি আপনার বাবার সাথে, ছোট ভাইয়ের সাথে পিসি শেয়ার করতে ভয় পাবেন নাহ।
দেখুন পরিবারের সাথে থাকার কত আনন্দ…
একটি এন্টি #প .র্ন ইন্সটল করে নিন।
http://www1.k9webprotection.com/get-k9-web-protection-free আমি এইটা ইউজ করি ।
আপনার নতুন বছর সুখের হোক, নতুন বছর শুরু হোক ভাল কিছুর সাথে।
স্ট্যাটাসে কথাগুলো বলছিলেন —  দেবাশীষ দাস আভে

 

শুধুমাত্র ছেলেরা যে প.র্ণে আসক্ত হয় ব্যাপারটা তাও নয় বরং ৫৫ শতাংশ মেয়েরাও প.র্ণ আসক্ত! সকলের ধারণা প.র্ণ শুধু ছেলেরাই দেখে। তবে শুধু ছেলেরাই প.র্ণ দেখে তা কিন্তু না, মেয়েদের মধ্যেও প.র্ণ আসক্তি অনেক বেশি। সম্প্রতি ডেইলি মেইলের একটি জরিপে দেখা গেছে মোট নারী জনগোষ্ঠীর প্রায় ৫৫ শতাংশ নারী মাসে একবার হলেও প.র্ণ দেখে। এদের মধ্যে অর্ধেকেরও বেশি নারী সম্পূর্ণ নিজের ইচ্ছায় যৌন উত্তেজক চলচ্চিত্র দেখতে পছন্দ করে। প.র্ণ আসক্তদের মধ্যে প্রায় ৪০ শতাংশ নারী তাদের নিজেদেরকে প.র্ণ মডেলের মত তৈরি করতে চান।

এর মধ্যে ৯ শতাংশ নারী প্রায় প্রতিদিন প.র্ণ দেখে। প.র্ণ আসক্তদের মধ্যে ৯৬ শতাংশ নারী তাদের সঙ্গীর সাথে বসে প.র্ণ দেখে এবং তারা মনে করে এতে তাদের যৌন স্পৃহা আরও বেড়ে যায়।
এছাড়াও আপনার বাড়ির বাচ্চারা হয়তো আপনার ঘরে থাকা ইন্টারনেট সংযুক্ত ডেক্সটপ/ল্যাপটপটি ধরে থাকে!! আপনি কি কখনো চাইবেন যে আগ্রহ বা ভুলেও কেউ কখনো এ ধরনের কোন সাইটে ওদের প্রবেশ ঘটুক? তাই আপনার জন্য আজকের এই সফটওয়্যারটি 

সফটওয়্যারটি পেতে আপনাকে মেইল দিয়ে রেজিস্টার করে নিতে হবে অতঃপর এখান থেকে প্রাপ্ত মেইলে আপনাকে ডাউনলোড অপশন এবং সফটওয়্যারটি সেটআপ দেয়ার সময় যেই প্রয়োজনীয় পাসওয়ার্ড প্রয়োজন তা দিয়ে দেয়া হবে।
আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, মেইল এড্রেস, কোথা থেকে তাদের সম্পর্কে জেনেছেন, সেই সূত্রটি কি? সব কিছু উপড়ের পিকচারের মতো লেখে দিয়ে লাইন্সেন্স পাবার জন্য অনুরুধ করুন।
এখানে সব আমার নিজস্ব এড্রেস দেয়া হয়েছে, আপনি আপনার মতো করে দিন 

লাইন্সেসের জন্য অনুরুধ করার পর আপনাকে দেখানো হচ্ছে যে jodurbap@gmail.com এড্রেস টিতে আপনার লাইন্সেস পাঠিয়ে দেয়া হয়েছে।



আপনার দেয়া জদুর বাপের মেইল এড্রেসটিতে যেয়ে আপনি এরকম একটি মেইল পাবেন ওদের কাছ থেকে!! সেখানে দেখুন প্রথমে আপনাকে সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য এড্রেস দিয়ে দিয়েছে এবং নিচের একটি পাসওয়ার্ড দেয়া হয়েছে এবং বলা হয়েছে পাসওয়ার্ডটি যেন মনে রাখি!! আপনার মনে না রাখলেও চলবে  এখান থেকে সফটওয়্যার সেটআপ করার সময় কপি করে দিয়ে দিলেই খেল খতম 

মেইলে পাওয়া প্রথম এড্রেসটিতে যেয়ে আপনার সফটওয়্যারটি ডাউনলোড করেন নিন!! উইন্ডোজ হলে উইন্ডোজ নয়তো ম্যাক 

সফটওয়্যারটি ডাউনলোড হবার পর সাধারণ নিয়মেই সেটআপ করুন।

সাধারণ অন্যান্য সফটওয়্যারের মতোই কাজ করে যান।

এবার আপনার মেইলে যাওয়া যেই পাসওয়ার্ডটি দিয়ে নিচের দুটি খালি বক্সে যেখানে আপনাকে “সিক্রেট এডমিন পাসওয়ার্ড” করতে বলা হচ্ছে সেখানে আপনার নিজের পছন্দ মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিন!! 
এখানে আবার কেনো দিতে হচ্ছে পাসওয়ার্ড? কারন যেন কোন দুষ্ট ছেলে/মেয়ে আপনার কম্পিউটারটি ব্যবহার করার সময় সফটওয়্যারটি ডিলেট করে দিয়ে প.র্ণ সাইট ভিজিট না করতে পারে এবং ভিজিট শেষে নিজ থেকেই আবারো এই সফটওয়্যার সেটআপ দিয়ে রেখে আপনাকে বোকা বনে নির্বাসনে না দিতে পারে সেই জন্য!! এই পাস ক্রিয়েট করলে আপনাকে সফটওয়্যার ডিলেট করে দেয়ার সময় পাস দিয়ে কনফার্ম করে দেখাতে হবে আপনিই সেই আসল বেক্তি 

এবার আপনার কম্পিউটারটি রিস্টার্ট দিয়ে দিন!! রিস্টার্ট না দেয়া পর্যন্ত সফটওয়্যারটি কাজ করবেনা না।
এই সফটওয়্যারটি গতরাতে আমাকে দিয়েছে আভে!! দেয়ার সময় বলেছিল সফটওয়্যারটি হেব্বি পাওয়ারফুল!! কতোটা যে পাওয়ারফুল এখন বুঝা যাচ্ছে  , আপনি সেটআপ দিয়েছেন? তাহলে আপনিও বুঝতে পারবেন!! 
এক কাজ করুন এবার!! Google.com বা Google.com.bd তে যেয়ে লিখুন হ্যাকিং সাইট অথবা হ্যাকিং সাইট কালেকশন!! হাহা!! কি হচ্ছে? সাইটের লিঙ্ক অনেক এসে গিয়েছে ঠিকি কিন্তু আপনারা সেখানে প্রবেশ করতে পারছেন না তাই না? হাহাহাহাহা!!!  ঠিক তাই!! এই সফটওয়্যার শুধুমাত্র প.র্ণ নয় হ্যাকিং সহ আরো অনেক সাইটই ব্লক করে দিয়ে থাকে। তবে এগুলো অবশ্য সাধারণ ইউজারদের জন্য কন সমস্যা নয়।

সমস্যা হচ্ছে আপনার/আমার মতো যারা বিভিন্ন সাইট ঘুরতে পছন্দ করি তাদের জন্য  । তাই আপনাকে এবার যেতে হবে কনট্রোল প্যানেলে 
এখানে ক্লিক করুন। ।

অথবা আপনার ব্রাউজারে নিউ ট্যাব খুলে নিয়ে লিঙ্কবারে টাইপ করুনঃ localhost:2372 । তবেই আপনি উপড়ের ছবির মতো আপনার সফটওয়্যারটির কনট্রোল প্যানেল পেয়ে যাবেন।



এবার আপনার প্রয়োজনে “ভিও ইন্টারনেট একটিভিটি” বা “সেটআপে” ক্লিক করুন!! তবে ছবিটির মতো আপনার কাছে পাসওয়ার্ড চাওয়া হবে!! ঐ যে ঐ সময় পাস দিয়েছিলাম না? সেটা এখানে দিয়ে প্রবেশ করুন 

এবার আপনি নিজেই পারবেন!! কনট্রোল প্যানেলে টিপাটিপি/ঘাটাঘাটি করা চালিয়ে যেতে থাকুন!! তবেই কই? কিভাবে? ক্যামনে? কি কাহানী সব নিজেই বুঝে যাবেন!! জানেই ই তোঃ-
জলে না নামিলে কেহ শিখে না সাঁতার,
হাঁটিতে শিখে না কেহ না খেয়ে আছাড়।  

আর হ্যাঁ এই হচ্ছে আপনার ভালো হয়ে থাকার দিনের শেষ মুহূর্ত!! যদি আবারো কখনো ইচ্ছে হয় তবে নাহয় চুপিসারে এসে ডিলেট করে দিয়ে যাবেন!!  হাহাহা!! মজা করলাম!!  যাইহোক এটা এই জন্যই দেখাচ্ছি যে লক্ষ্য করুন কেউ যদি সফটওয়্যারটি ডিলেটও করে দিতে চায় তবেও সেখেত্রে পাসওয়ার্ড টির প্রয়োজন পড়বে!!  তাই যারা পাস মনে রাখতে পারেন না, ঘনঘন ভুলে যাবার সমস্যা রয়েছে নিজের মধ্যে!! তারা কিন্তু সাবধান, নিজের প্রয়োজনেও পাসওয়ার্ডটি মনে রাখুন অথবা লিখে রাখুন!! নয়তো আবারো নতুন করে উইন্ডোজ সেটআপ দেয়ার প্রয়োজন হবে 

শেষকথাঃ- এটি সাধারণ একটি সফটওয়্যার ছাড়া আর কিছুই নয়!! এখানে কতোগুলোই বা সাইট ব্লক করা হয়েছে আপনিই বলুন? কয়েশ বা কয়েক হাজার!! কিন্তু আপনি তো জানেন ভার্চুয়ালে রয়েছে লক্ষ্য লক্ষ্য … অসংখ্য বিভিন্ন ভাষায় বিভিন্ন দেশের প.র্ণ সাইট!! এবং আপনি হয়তো এও জানেন এই সফটওয়্যারে হয়তো ব্লক করা আছে “আমি একটি প.র্ণ সাইট চাই” লেখাটি কিন্তু আপনি যদি লেখেন “আমি একটি প.র্ণ সাইট দেখতে চাই” তবে তা কিন্তু এখানে ব্লক করা নেই। যে কারনে আপনি সফটওয়্যার থাকার পরেও ঢুকে যেতে পারবেন অন্যান্য সাইটে!! 
আসলে মুল কোথা হচ্ছে এটাই সব ভাই/আপু নির্ভর করছে তুমার নিজের উপর এটা তুমি,আমি খুব ভালো করেই জানি  । তবুও এই সফটওয়্যারটি সেটআপ করে রাখতে পারো!! কারন সবাই তো আর আমার/তুমার মতো মাল্টিটেলেন্ড নয়  তারা ঐ নরমাল ভাবেই সার্চ দেয়! এবং বেশিরভাগ মানুষ এভাবেই দিয়ে থাকে। এতে করে সফটওয়্যারটি অনেকটাই কাজে আসবে! আর হ্যাঁ কনট্রোল পেনে যেয়ে তুমিও বিভিন্ন নতুন সাইট ব্লক লিস্টে অ্যাড করার সুযোগ তো পাচ্ছই।


সবাই ভালো থাকুন, ধূমপান থেকে দূরে থাকুন!! নীল ছবি কম কম  দেখুন, এবং সেইসাথে সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার ২০১৪ এর অনেক শুভেচ্ছা!! + আমার জন্যও দোয়া রাইখেন যেন ধূমপান বা ইত্যাদি পচা নেশা থেকে দূরে থাকি (যদিও আমি শুধু সিগারেটই খাই) এবং আল্লাহ্‌ যেন এই পৃথিবীতে যতদিন বেঁচে আছি ততদিন সুস্থ রাখে Coz স্বাস্থ্যই সকল সুখের মূল 

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।