আমাদের কথা খুঁজে নিন

   

আজব দেশ ও ম্যাংগো পিপল...

বাংলা আমার...................

আজব এক দেশ আমাদের সোনার বাংলাদেশ। হীরক রাজার দেশকেও হাড় মানাইছে বাংলাদেশ। আর হীরক রাজার মতো খেয়ালি রাজা আমার আমাদের রাজার কাছে নস্যি? বিরোধী দল? সে আরেক চিজ!! ছাল নাই তার বাঘা নামের মতো অবস্থা! নখহীন বাঘের থাবা যেমন অর্থহীন এই বিরোধীদলের অবস্থা ঠিক তেমনই।
আর আমাদের কথিত শুশীল(নাপিত) গংয়ের ব্যাপারে কিছুই বলার নাই। এরা মোটামোটি দু'দলের আঁচল তলে অবস্থান করতে পছন্দ করেন।

তবে একটা দলে এই শুশীলদের সংখ্যা অনেকাংশে বেশি, বর্তমানে শাসন ক্ষমতায় আছে দলটি। এই শুশীলগন মাঝেমধ্যে মধ্যরাতে সরকারী গুনগান করেন হাসিমুখে। সরকারী দাওয়াতে অংশ নিতে এরা পুলকিত হন। এছাড়া এদের আর কোন কাজ আছে বলে মনে হয়না।
বাকি থাকলো আম জনতা বা ম্যাংগো পিপল।

এই আম জনতার সংখ্যাই সবচেয়ে বেশি তবে বড় অসহায়। পাটা-পুতার ঘষায় যেমন মরিচ পিষ্ট হয় তেমনই দু'দলের চাপের নিচে এরা সব সময় পিষ্ট হয়েছে,হচ্ছে এবং আগামীতে হতে থাকবে ইনসআল্লাহ্। দেশের রাজনৈতিক নেতাদের কথায় এই আম-জনতার জন্য দরদ উথলে পরে আসলে সবই মেকি বা অভিনয়। নিজেদের আখের গোছানোর জন্য এই মাংগো পিপলকে পুতুল হিসেবে ব্যাবহার করেন এবং প্রয়োজন মতো এদের পাখির মতো গুলি করে মারেন আবার কখনো গান পাউডার বা পেট্রোল দিয়ে পুড়িয়ে মারেন। একদল জনগনের কথা বলে ক্ষমতা আঁকড়ে থাকতে ব্যস্ত আর অন্যদল জনতার কথা বলে ক্ষমতায় যাবার জন্য ব্যস্ত।

একই জনতার কথা বলে দু'দলের কামড়া-কামড়ির মাঝখানে আম-জনতার গায়ের চামরা নাই বললেই চলে।
এই আজব রাজনৈতিক নেতাদের গজব দরদ আম-জনতা আর সহ্য করতে পারছেনা। ম্যাংগো পিপল আল্লাহর দরবারে কায়মনে প্রার্থনা করছে হে ঈশ্বর এদের দরদ থেকে আমাদের রক্ষা করো প্রভূ। আমরা শুধু তোমার দরদ পেয়ে বেচে থাকতে চাই ঈশ্বর, এই গজব দরদের হাত থেকে আমাদের মুক্ত করো। ।


কিন্তু ঈশ্বর মনে হয় আম জনতার প্রার্থনা সব সময় কবুল করেনা। তাই যুগের পর যুগ ধরে এই দরদ বাঙালীকে সহ্য করতেই হচ্ছে, আর কতোকাল যে সইতে হবে তা কেবল তিনিই জানেন।

তবুও চলুন মহান ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই রাজনৈতিক ভালবাসা থেকে তিনি যেন আমাদের মুক্তি দেন...............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।