আমাদের কথা খুঁজে নিন

   

ই-মোবাইলে ঝুঁকেছে ভারতীয়রা

ভারতে মোবাইল ফোন ব্যবহারের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার প্রবণতাও। ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া'র এক সমীক্ষায় জানা গেছে, আগামী তিনমাসের মধ্যে দেশটিতে মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৫৫ মিলিয়নে পৌঁছে যাবে। আর আগামী জুন মাসের মধ্যেই এই সংখ্যা ১৮৫ মিলিয়ন অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, আন্তর্জাতিক সংস্থা আইএমআরবি'র পক্ষ থেকে এক বিবৃতিতেও এই একই তথ্য উঠে এসেছে। এর পাশাপাশি আইএএমএআই'র পক্ষ থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে যেখানে দেখা গিয়েছে ২০১৩ সালের অক্টোবর পর্যন্ত ভারতে মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা ছিল ১১০ মিলিয়ন। কিন্তু ডিসেম্বর মাসের মধ্যেই এই সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৩০ মিলিয়নে পৌঁছেছে।

সমীক্ষায়টিতে একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ পেয়েছে, আর তা হলো কেবল মেট্রোপোলিটিয়ন শহরগুলিতেই নয়, মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে অন্যান্য শহরে, এমনকি গ্রামাঞ্চলেও। ২০১৩ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ভারতের প্রত্যন্ত গ্রামগুলিতে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২৭ মিলিয়নে পৌঁছেছে। যা ২০১৪ সালের জুন মাসেই ৩২ মিলিয়ন ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।