লেবাননের রাজধানী বৈরুতে আবার গাড়ি বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে অন্তত ৭ জন এবং আহত হয়েছে ৩০ জন।
গতকাল বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের হারেত হেরিক এলাকায় এ বিস্ফোরণ ঘটে। এ এলাকাটি হিজবুল্লাহর শক্ত ঘাঁটি বলে বিবেচিত।
হিজবুল্লাহ পরিচালিত আল-মানার টেলিভিশন চ্যানেল জানিয়েছে, সন্ত্রাসীরা হিজবুল্লাহর রাজনৈতিক শাখার অফিস থেকে মাত্র ১৫০ হতে ২০০ মিটার দূরে এ বিস্ফোরণ ঘটায়।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে লেবাননের রাজধানী বৈরুতে কয়েক দফা বোমা হামলা হয়েছে। এতে বহু মানুষ হতাহত হয়। এর মধ্যে গত ২৭ ডিসেম্বর বৈরুতে এক বোমা হামলায় লেবাননের সাবেক অর্থমন্ত্রী মুহাম্মাদ শাতাহসহ বেশ কয়েকজন নিহত হন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।