কষ্ট অপ্রত্যাশিত,তাই আমি কষ্টকে ভালবাসি
রাত কেটে যাবে বলেছে ওরা বলেছে
দুপাশ থেকে জোনাকিরা উড়ছে আহা উড়ছে
জোছনা মাখা এই ভালবাসা
শুকনো নদীর বুকে জোয়ার আসা।
রঙিন ডানায় নিভু নিভু আলো
যতটা কাছে আসো লাগছে ভালো
সুগন্ধি মেখেছ বুঝি ঐ কালো চুলে
চাইলেও পারবোনা হারাতে তোমাকে ভুলে।
ও, দুঃখীরা ঘুমোয় শুধু চার দেয়ালে,
চার দেয়ালে। চার দেয়ালে। ।
আমার রাজ্য তুমি আছো ঘিরে
আগোচরে ভালবাসা চলছে ধীরে
গোধূলির লাল লাল আলোয় ভরা
আমার আকাশে জুড়ে এই তারকার খেলা।
প্রকাশিত হবে হোক আদর সোহাগ
দিগন্তে উড়ছে দেখো সাদা বকের ঝাক
প্রশ্ন করেছি আজ নিজেকে নিজে
চাইলেও পারবোনা হারাতে তোমাকে ভুলে।
ও, দুঃখীরা ঘুমোয় শুধু চার দেয়ালে,
চার দেয়ালে। চার দেয়ালে। ।
বৃষ্টি নামবে বলে মেঘ জমেছে
উদার দৃষ্টিতে প্রিয়া জানালা খুলেছে
ফোঁটা ফোঁটা জল , বৃষ্টি সফল
এক মনে একা একা ছবি এঁকেছে।
নীলিমার রংচটা রংধনুতে
ক’দিন থেকে তোমার রং মেখেছে
চলনা মিশে যাই ভালবাসা বাসিতে
চাইলেও পারবোনা হারাতে তোমাকে।
ও, দুঃখীরা ঘুমোয় শুধু চার দেয়ালে,
চার দেয়ালে। চার দেয়ালে। ।
[রাসেল হোসেন, ০৩-০১-১৪]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।