আমাদের কথা খুঁজে নিন

   

ঈদে মীলাদুননবী’ পালন না করলেও অন্তত ‘বিশেষ দিন’ হিসেবেও কি ১২রবিউল আাউয়ালকে পালন করবেন না?



স্বয়ং নবীজি এই হাদীসে কি ইঙ্গিত করেছেন---
হাদীসে ৫টি কারণে জুমুয়ার দিনকে দিনের সর্দার ও মহান দিন, এমনকি কুরবানীর ঈদ ও রোযার ঈদের চেয়েও বেশি মূল্যবান ও মহান বলা হয়েছে। কারণগুলো হলো-
১. *জুমুয়ার দিন হযরত আদম(আ,) কে সৃষ্টি করা হয়েছে।

২. জুমুয়ার দিন হযরত আদম আলাইহিস সালাম জান্নাত হতে যমীনে আসেন।

৩. *জুমুয়ার দিন হযরত আদম আলাইহিস সালাম ইলাহী দীদারে গমন করে তথা ইন্তেকাল করে।

৪. জুমুয়ার দিন আসর হতে মাগরিবের মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যখন খাছভাবে দোয়া কবুল করা হয়।
৫. *জুমুয়ার দিন ক্বিয়ামত সংঘটিত হবে।
/
/
____________আপনি কি আদম আলাইহিস সালাম-এর চেয়ে হযরত মুস্তফা সাল্লাল্লাহু আলাইহিস সালামকে বেশি ভালোবাসেন না???

________________________________________________
বি.দ্র. আগামী ১৪ জানুয়ারী পবিত্র ঈদে মীলাদুননবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।