অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টি (এএপি) ভোটারদের আস্থা অর্জন করেছে বলে স্বীকার করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। দলটির কাজের মূল্যায়নে সময় দেওয়ার পক্ষে তিনি। আজ শনিবার টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানা গেছে।
মনমোহন সিং বলেন, ‘জনরায়কে সম্মান করতে হবে। দিল্লির জনগণ আম আদমিকে আস্থায় নিয়ে ভোট দিয়েছে।
আমি মনে করি, আমাদের অবশ্যই এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করতে হবে। ’
তিনি বলেন, ‘সময়ই বলে দেবে এই অভিজ্ঞতা অর্থনীতি ও রাজনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম কি না। আম আদমি ক্ষমতায় এসেছে এক সপ্তাহেরও কম সময়। তাদের নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে এটা খুব তাড়াহুড়ো হয়ে যায়। তাদের সময় দিতে হবে।
নিজেদের মূল্যায়ন করার সময় দিতে হবে। ’
গত ২৮ ডিসেম্বর রামলীলা ময়দানে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন অরবিন্দ কেজরিওয়াল। বিদ্যুৎ বিল ৫০ শতাংশ হ্রাস, পরিবারপ্রতি ৭০০ লিটার খাবার পানি বিনামূল্যে সরবরাহ, জনলোকপাল বিল পাস, রাজ্যজুড়ে ৫০০টি বিদ্যালয় খোলা এবং আরও বেশি সরকারি হাসপাতাল খুলে স্বাস্থ্য পরিষেবা সর্বজনীন করে তোলাসহ ১৮টি প্রতিশ্রুতি দিয়ে দিল্লির ভোটারদের মন জয় করে নেয় এএপি।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।