আল-কায়েদার হাতে ইরাকের ফালুজা শহরের পতন ঘটেছে। দেশটির আল-আনবার প্রদেশের একজন শীর্ষ পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, সরকার পশ্চিমাঞ্চলীয় ফালুজা শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, শহরের কেন্দ্রস্থলের নিয়ন্ত্রণ এখন ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লিভ্যান্ট বা আইএসআইএল-এর হাতে। আল-কায়েদার এ সন্ত্রাসী গোষ্ঠীটি ইরাক ও সিরিয়ায় লড়াই করছে।উল্লেখ্য, গত কয়েকদিন ধরে আনবার প্রদেশের ফালুজা ও রামাদি শহর সরকারি সেনা এবং আল-কায়েদা সন্ত্রাসীদের রক্তক্ষয়ী সংঘর্ষের স্থানে পরিণত হয়েছে। গতকাল শুক্রবার রামাদি ও ফালুজা শহরে সংঘর্ষে একশ'র বেশি মানুষ নিহত হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।