টানা দ্বিতীয় জয়ের সুবাদে শেখ রাসেলের সংগ্রহ ছয় পয়েন্ট। লিগের উদ্বোধনী ম্যাচে মিঠুন চৌধুরীর হ্যাটট্রিকের সুবাদে তারা ৪-০ গোলে নবাগত উত্তর বারিধারাকে বিধ্বস্ত করেছিল।
তবে প্রথম ম্যাচের উজ্জীবিত শেখ রাসেলকে শনিবার খুঁজে পাওয়া যায়নি। গতবারের ‘ট্রেবল’ জয়ীরা মূল্যবান তিনটি পয়েন্ট পেলেও চট্টগ্রাম আবাহনী তাদের ভয় পাইয়ে দিয়েছিল।
ম্যাচের প্রথম গোলও চট্টগ্রামের দলটির।
১৩ মিনিটে মিডফিল্ডার মাশুক মিয়ার ক্রস ধরে প্রতিপক্ষের দুজন ডিফেন্ডারকে কাটিয়ে আড়াআড়ি শটে গোল করেন নাইজেরীয় ফরোয়ার্ড নেপোলিন গ্যাব্রিয়েল (১-০)।
তবে মাত্র তিন মিনিট পরই সমতা নিয়ে আসে শেখ রাসেল। বক্সের ঠিক বাইরে থেকে নেয়া ফরাসী মিডফিল্ডার মেক্সিম এরিকের চমৎকার ফ্রি-কি চলে যায় চট্টগ্রাম আবাহনীর জালে (১-১)।
১-১ সমতায় প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরু থেকে চট্টগ্রাম আবাহনীর আক্রমণাত্মক ফুটবলের সামনে দিশেহারা হয়ে পড়ে শেখ রাসেল।
৪৯ মিনিটে এগিয়ে যেতে পারতো চট্টগ্রাম আবাহনী।
কিন্তু মাঝমাঠ থেকে বল পেয়ে বক্সে ঢুকে পড়া মিডফিল্ডার আতিকুর রহমানের জোরালো শট দৃঢ়তার সঙ্গে ঠেকিয়ে শেখ রাসেলকে রক্ষা করেন গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য্য।
৬২ মিনিটে আবার চট্টগ্রাম আবাহনীর জন্য হতাশা। আতিকুরের ক্রস থেকে বল পেয়ে সোহেল মিয়া গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি। এগিয়ে আসা বিপ্লবের মাথার ওপর দিয়ে না মেরে পোস্টের বাইরে বল পাঠিয়ে দেন তিনি।
এর তিন মিনিট পর পাল্টা আক্রমণ থেকে এগিয়ে যায় শেখ রাসেল।
জ্যামাইকান মিডফিল্ডার রিকার্ডো কাজিন্সের ক্রস সরাসরি ভলি করে জালে জড়িয়ে দেন মরক্কান স্ট্রাইকার ইউনেস রক্স (২-১)।
৮৫ মিনিটে আরেকটি গোল পেতে পারতো শেখ রাসেল। কিন্তু রজারের পাস ধরে বক্সে ঢুকে পড়া রক্সের প্লেসিং শট সাইড বার ঘেঁষে বাইরে চলে যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।