আমাদের কথা খুঁজে নিন

   

ড. কাজী খলীকুজ্জমান

ক্ষমতায় গিয়ে সবাই ব্যস্ত থাকে টিভি চ্যানেল ও ব্যাংক পাওয়া নিয়ে। আর এ সুযোগে জঙ্গিবাদী শক্তি ক্ষমতা বাড়াচ্ছে। তিনি বলেন, টেকসই উন্নয়নের জন্য জঙ্গিবাদ দমন ও যুদ্ধাপরাধীদের বিচার আগে শেষ করতে হবে। আর তা না করতে পারলে জাতীয় মর্যাদা সমুন্নত রাখা যাবে না বলে দাবি করেন অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সমঝোতার কথা বলেছেন। কিন্তু সমঝোতা কাদের সঙ্গে, যারা জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কথা বলে, তাদের সঙ্গে সমঝোতা হতে পারে না। খলীকুজ্জম্মান রাজনৈতিক সংকট সমাধানে বেশ কিছু প্রস্তাব দেন। এর মধ্যে জঙ্গিবাদ দমন, যুদ্ধাপরাধীদের বিচার শেষ করা এবং দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া উল্লেখযোগ্য। তিনি এও উল্লেখ করে বলেন, যে সরকারই ক্ষমতায় আসুক টেকসই উন্নয়নের জন্য এ শর্তগুলো পালন করতে হবে।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।