আগামীকাল জাতীয় সংসদ নির্বাচন …............। ।
টিভি ও প্রিন্ট মিডিয়া গুলো খুললেই দেখা যাচ্ছে আওয়ামী লীগ এর নেতা- নেত্রীরা বলছে ৫ ই জানুয়ারী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ পাস করবে
সারা বিশ্ব এ সবাই জানে আওয়ামীলীগ ইতিমধ্যে ১৫৪ টি আসনে ( খালি মাঠে ) পাস করেছে এবং এই সংখ্যা সরকার গঠনের জন্য যথেষ্ট । । তারা চাইলে বাকি আসন গুলো তে ও একই কাজ করতে পারত কিন্তু নির্বাচনের নামে নাটক করার জন্য বাকি আসন গুলো তে নিজেদের বিপরীতে নিজেদের প্রার্থীই দাড়া করাইছে...তার মানে আওয়ামী লীগ ই জিতবে.........।
যেখানে সব আসনে তাদের দলের প্রার্থী ই জিতবে সেখানে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন কিভাবে হয় তা হয়ত ২০১৪ সালের জনগণের বুঝতে কষ্ট হয়ার কথা না......।
.. শুধু শুধু এই নাটকীয় নির্বাচনের নামে দেশের মানুষের কষ্টে অর্জিত কোটি কোটি টাকা নষ্ট করা হচ্ছে.........।
...( মনে করেছিলাম এই নিলজ্জ নির্বাচন নিয়ে কিছু লিখবনা... বাধ্য হইসি রাঙ্গামাটির নির্বাচনী অবস্থা দেখে... এখানে আওয়ামী প্রার্থী বিপরীতে দারাইছে পার্বত্য অঞ্ছলের বহুল আলোচিত সন্ত্রাসি গ্রুপ এর নেতারা । । যাদের প্রথম শর্ত হচ্ছে পার্বত্য চুক্তি মানে তিন পার্বত্য এলাকা কে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে অন্য একটা রাষ্ট্র তৈরি করা...।
। তার মানে রাঙ্গামাটি তে যদি কোন মতে ওই প্রার্থী জিতে ( কারণ আওয়ামী প্রার্থী এর উপর সবার আস্থা অনেক অনেক কম) তাহলে তিন পার্বত্য অঞ্ছলের সন্ত্রাসি গোষ্ঠী অনেক শক্তিশালী হয়ে উঠবে এবং বাঙালিরা অনেকটা বিচ্ছিন্ন হয়ে পরবে...। ( hats off আওয়ামী লিগ...। তোমাদের কারনে হয়ত নতুন একটা দেশ পেতে যাচ্ছি । ।
sorry আমরা না...উপজাতিরা একটা নতুন দেশ পেতে যাচ্ছে.........। I think so সকল বাঙ্গালীর উচিত তিন পার্বত্য অঞ্ছলে প্রবেশ করার জন্য এখন থেকেই একটা ভিসা ও পাসপোর্ট তৈরি করে রাখা......বলা যায়না ভবিষ্যৎ এ কখন আবার এইসব জাইগায় ঘুরতে যাইতে মন চায় . .....। )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।