ভোটের আগের রাতে নাশকতার কারণে বিভিন্ন জেলার ১৯টি আসনের ১৩৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, রবিবার বেলা ১১টা পর্যন্ত মাঠ পর্যায় থেকে তাদের কাছে এ তথ্য এসেছে।
ইসি জানিয়েছে, ঠাকুরগাঁও-১ আসনে তিনটি, দিনাজপুর-৪ আসনে ১৪টি, দিনাজপুর-৫ আসনে একটি, নীলফামারী-১ আসনে পাঁচটি, নীলফামারী-৩ আসনে চারটি, লালমনিরহাট-১ আসনে একটি, রংপুর-৩ আসনে তিনটি, রংপুর-৪ আসনে ৪১টি, গাইবান্ধা-১ আসনে দুটি, গাইবান্ধা-৩ আসনে ২১টি, গাইবান্ধা-৪ আসনে ২০টি, হবিগঞ্জ-২ আসনে দুটি, কুমিল্লা-৯ আসনে চারটি, ফেনী-৩ আসনে একটি, লক্ষ্মীপুর-১ আসনে তিনটি, চট্টগ্রাম-১৫ আসনে দুটি, বগুড়া-৭ আসনে নয়টি এবং জামালপুর-৪ আসনে দুটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
আজ সকাল আটটা থেকে দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৪৭টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকেল চারটা পর্যন্ত টানা ভোট নেওয়া হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।