আমাদের কথা খুঁজে নিন

   

এ-দুর্দশাগ্রস্ত গ্রহে, বেঁচে থাকাটাই এক প্রকান্ড দুঃসাহস

http://sphotos-f.ak.fbcdn.net/hphotos-ak-ash4/481679_10151244931678366_507400756_n.jpg এখন, বিশশতকের দ্বিতীয়াংশে, সব কিছুই সাহসের পরিচায়ক। কথা বলা সাহস, চুপ করে থাকাও সাহস। দলে থাকা সাহস, দলে না থাকাও সাহস। এখন, এ-দুর্দশাগ্রস্ত গ্রহে, সব কিছুই সাহসের পরিচায়ক। তোমাকে ভালোবাসি বলা সাহস।

তোমাকে ভালোবাসি না বলাও সাহস। এখন, বিশশতকের দ্বিতীয়াংশে, সব কিছুই সাহসের পরিচায়ক। ঘরে একলা থাকাটা সাহস। আবার রাস্তায় অনেকের সঙ্গে বেরিয়ে পড়াও সাহস। এখন, এ-দুর্দশাগ্রস্ত গ্রহে, সব কিছুই সাহসের পরিচায়ক।

ঝলমলে গোলাপের দিকে তাকানোটা সাহস। তার থেকে চোখ ফিরিয়ে নেয়াও সাহস। এখন, বিশশতকের দ্বিতীয়াংশে, সব কিছুই সাহসের পরিচায়ক। আমি কিছু চাই বলাটা সাহস। আবার আমি কিছুই চাই না বলাও সাহস।

এখন, এ-দুর্দশাগ্রস্ত গ্রহে, বেঁচে থাকাটাই এক প্রকান্ড দুঃসাহস। সাহস - হুমাউন আজাদ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।