মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। https://www.facebook.com/nana.bhai.5209
শৈত্যপ্রবাহের কারণে ভোটার কম!
ইতিহাসে শেখ হাসিনার এই পদক্ষেপও আব্রাহাম লিংকনের দৃঢ় পদক্ষেপের সঙ্গে তুলনীয় হবে।
দেশজুড়ে শৈত্যপ্রবাহের কারণে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম।
এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
তিনি বলেন, সারা দেশে সকাল থেকেই তীব্র শৈত্যপ্রবাহ চলছে।
এ কারণে ভোটকেন্দ্রে ভোটাররা কম গেছেন। রোদ বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে ভোটারের সংখ্যা বাড়বে।
আজ রোববার আওয়ামী লীগের পক্ষে নির্বাচন কমিশন সচিবালয়ে এসে তিনি এসব কথা বলেন।
বিএনপি-জামায়াত নির্বাচন প্রতিহতের যে ষড়যন্ত্র করেছিল তা সফল হয়নি বলেও দাবি করেন তিনি ।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপকে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের দৃঢ় পদক্ষেপের সঙ্গে তুলনা করে তিনি বলেন, ১৮৬০ সালে আমেরিকায় গৃহযুদ্ধ চলাকালে আব্রাহাম লিংকন দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছিলেন।
ইতিহাসে শেখ হাসিনার এই পদক্ষেপও আব্রাহাম লিংকনের দৃঢ় পদক্ষেপের সঙ্গে তুলনীয় হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।