আমাদের কথা খুঁজে নিন

   

গরম রাখার যন্ত্র

রুম হিটার
পাওয়া যাবে বিভিন্ন আকারের এবং বিভিন্ন দামে।
সাধারণত ১ হাজার ওয়াট থেকে সর্বোচ্চ আড়াই হাজার ওয়াট র্পযন্ত রুম হিটার পাওয়া যায়। পছন্দ ও বাজেট অনুযায়ী রুম হিটার কিনতে পারেন।
রুম হিটার কিনতে আসা পেশায় নার্স সুমি বিশ্বাস বলেন, “মাত্র ৩-৪ ঘণ্টা চালিয়ে রাখলইে রুম গরম হয়ে যায়। পরে বন্ধ করে রাখলেও রুমের তাপমাত্রা অনেক্ষণ গরম থাকে।

তাই সারাক্ষণ এটি চালানোর প্রয়োজন পড়ে না। ”  
বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানের রুম হিটার আছে। মাযিকো, সাচি, নোভাথ— এরকম চায়না রুম হিটার পাওয়া যাচ্ছে। বড়, মাঝারি ও ছোট এই ৩ আকারের রুম হিটার রয়েছে।
সব রুম হিটারেই আছে ফ্যানের বাড়তি সুবিধা।


বিভিন্ন ধরনের রুম হিটারের মধ্যে রয়েছে ‘ব্লোয়ার’ (পাখাযুক্ত), ‘ফ্ল্যাশ’ (তামার তার জড়ানো রডযুক্ত) ও ‘কোয়াচ’ (হ্যালোজন-জাতীয় আলোযুক্ত)।
বর্তমানে রুম হিটারের দাম ২ হাজার থেকে শুরু করে প্রায় ৫ হাজার টাকা।
নিউমার্কেটের তাজ ইলেকট্রনিক্সের বিক্রয়কর্মী মাহমুদ বলেন, ২ হাজার ওয়াটের রুম হিটার আধ ঘণ্টা চালালে খরচ হয় ১ ইউনটি বিদ্যুৎ।
নষ্ট হলে এইসব ইলেকট্রনিক্সের দোকান থেকেই হিটার মেরামত করা যায়।
হটপট
শীতে খাবার গরম রাখতে হটপটের জুড়ি নেই।

নিউমার্কেটের বাদল ইলেকট্রনিক্স শোরুমের শরিফুল ইসলাম বলেন, “আধা কেজি থেকে ১৪ কেজি র্পযন্ত খাবার রাখার হটপট আছে।
এইসব হটপটে ১০ ঘণ্টা র্পযন্ত খাবার গরম থাকে। ”
ছোট হটপট সাধারণত ২৫০ থেকে ৬শ’ টাকা। মাঝারি হটপট পড়বে ৭শ’ থেকে ২ হাজার টাকা। বড় কিনতে গেলে দাম ২ হাজার থেকে ৩ হাজার টাকা গুনতে হবে।


ছোট-মাঝারি-বড় মিলিয়ে হটপট সেটের দাম ১৬শ’ টাকা।



ওয়াটার হিটার
চা, কফি ও পানি গরম করার জন্য আছে ওয়াটার হিটার। স্টিলের ওয়াটার হিটার ৫০০ থেকে ১৫০০ ওয়াট তাপমাত্রার হয়ে থাকে।
ওয়াটার হিটারের ব্র্যান্ড ও ওয়াট ভেদে দামের তারতম্য হয়ে থাকে। বর্তমানে ৫০০ ওয়াটের দাম পড়বে ১৫০ থেকে ৩শ’ টাকা।

১ হাজার ওয়াটের দাম পড়বে ৪শ’ থেকে ৬৫০ টাকা। দেড় হাজার ওয়াটের দাম পড়বে ১ থেকে দেড় হাজার টাকা।
যেখানে পাবেন
নিউমার্কেট, মিরপুর, গুলিস্তান, গুলশান, ধানমন্ডি, ফার্মগেইট ও বসুন্ধরা সিটির ইলেট্রনিক্স দোকানগুলোতে পাওয়া যায়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।