সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল মজিদ মন্ডল (নৌকা) প্রতিকে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
বেলকুচি উপজেলার ৮২ ও চৌহালী উপজেলার ৩৯টি ভোট কেন্দ্র মিলে মোট ১২১টি কেন্দ্রের মধ্যে ১২০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল মজিদ মন্ডল ৯২ হাজার ৭৩৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হন। তার নিকটতম আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী দোয়াত কলম প্রতীকে আতাউর রহমান রতন পেয়েছেন ৪ হাজার ২৪৮ ভোট।
এছাড়াও জাতীয়পার্টির (জাপা) আলহাজ্ব আবুবক্কার সিদ্দিক (লাঙ্গল) প্রতিক পেয়েছে ২ হাজার ৪৩ ভোট ও জাতীয় পার্টির (মঞ্জু) আবু হাসনাত গোফরান বাইসাইকেল প্রতিক নিয়ে পেয়েছেন ২২৭ ভোট।
জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক বিল্লাল হোসেন জানান, এ আসনের মোট ৩ লাখ ৩ হাজার ২৭৭ জন ভোটারের মধ্যে ১ লাখ ১৯ জন ভোটার ভোট প্রদান করেন।
যা মোট ভোটের শতকরা ৩২.৯৮ শতাংশ। নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল মজিদ মন্ডল (নৌকা) প্রতিকে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। বেলকুচি উপজেলার চরনবীপুর-কান্দাপাড়া কেন্দ্রে হামলা চালিয়ে আগুন দেয়া ও ২টি ব্যালট বাক্স ছিনতাই হওয়ায় ওই কেন্দ্রের নির্বাচন বাতিল করা হয়েছে। কেন্দ্রটিতে মোট ভোটার ছিল ২৭৭১টি। হামলার ঘটনায় মামলা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।