রুট শব্দটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা প্রায়ইশুনে থাকবেন। রুট মানে সবচেয়ে সহজ শব্দে বলা যায়, রুট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক। রুট হচ্ছে একটি পারমিশন বা অনুমতি। এই
অনুমতি থাকলে ব্যবহারকারী সেই ডিভাইসে যা ইচ্ছে তাই করতে পারেন।
কিছু আপ্লিকেশন্স যেমন superuser permission grant করতে বলে ( যেমন droidvpn, troidvpn, front installer,chainfire 3d) এসব আপ্লিকেশন রুট ছারা ব্যবহার করা যায় না।
উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যবহারকারী অ্যাডমিনিস্ট্রেটর প্রিভিলেজ ছাড়া সিস্টেম ফাইলগুলো নিয়ে কাজ করতে পারেন না (যেগুলো সাধারণত সি ড্রাইভে থাকে)। লিনাক্সেও তেমনি রুট পারমিশন প্রাপ্ত ইউজার ছাড়া সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের কাজগুলো করা যায় না। তাই আপনাদের জন্য নিয়ে আসলাম রুট করার কিছু সফট্ওয়্যার
unlckr0t.pr0.v4.10.- Download Now
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।