ভোট টা যে দিলে বাছা
কারটা দিলে বল দেখি
সবে মাত্র ফিডার ছেড়ে
খাচ্ছ এখন ডাল খিচুড়ি।
কে দিয়েছে ব্যালট পেপার
বিবেক টা যে রাখল কোথায়!
কোথায় তোমার বাব চাচারা
চুরি বিদ্যা কেন শেখায়?
বলছি কি তাই শোন বাছা
ইস্কুলে যাও ঢের ভাল
মানুষের মতো মানুষ হয়ে
ছড়াও ন্যায় নীতির আলো।
তুমি এখন অনেক ছোট
ভোটের বয়েস ঢের বাকি
যার ভোট সেই দিক
মন খারাপ করছ নাকি?
একটু ভাব দুদিন পরে
তুমি যখন ভোটার হবে
তোমার ভোট জাল হলে
মেজাজ তখন কোথায় যাবে?
আজকে নাহয় বুড়ো খোকা
রাকিব নামের সেই গাধাটা
জাতির ঘাড়ে বোঝা হয়ে
ধ্বংস লিলায় পায় মজাটা।
বুঝতে হবে এসব সবই
নইলে কিন্তু সমুহ বিপদ
তোমরা চুরি শিখবে যদি
কে ছাড়াবে জাতির আপদ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।