আমাদের কথা খুঁজে নিন

   

আট আসনে পুনঃভোট ১৬ জানুয়ারি

দশম জাতীয় সংসদ নির্বাচনের পরদিনই নির্বাচনের কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানান নির্বাচন কমিশনার আবদুল মোবারক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আটটি আসনের স্থগিত কেন্দ্রগুলোয় ১৬ জানুয়ারি ভোটের সিদ্ধান্ত হয়েছে। ”

আটটি আসনের মধ্যে পুনঃভোটের তালিকায় রয়েছে প্রায় সাড়ে তিনশ কেন্দ্র। এর মধ্যে দিনাজপুর-৪ আসনের ৩৫টি কেন্দ্র, কুড়িগ্রাম-৪ আসনের ৩৫টি, গাইবান্ধা-১ আসনের ৪৮টি, গাইবান্ধা-৩ আসনের ৮০টি, গাইবান্ধা-৪ আসনের ৭২টি, বগুড়া-৭ আসনের ৪৬টি, যশোর-৫ আসনের ৬০টি এবং লক্ষ্মীপুর-১ আসনের ২১টি কেন্দ্র রয়েছে।

বিরোধী দলের অবরোধ-হরতাল, নাশকতায় ৩৬টি আসনের ৫৩৯টি কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই, পুড়িয়ে দেওয়া ও কেন্দ্র পুড়িয়ে দেওয়ায় ভোট বন্ধ করে রিটার্নিং কর্মকর্তা।

এ পরিপ্রেক্ষিতে সব কিছু পর্যারলোচনা করে ছয় জেলার আটটি আসনের স্থগিত কেন্দ্রে পুনভোট করার সিদ্ধান্ত নেয় ইসি।

রাতে নির্বাচন কমিশন জানায়, গোলযোগের কারণে ১৪৭ আসনের ১৮ হাজার কেন্দ্রের ৫৪০টিতে ভোট বন্ধ করা হয়।

এর মধ্যে থেকে যেসব আসনে বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বীর ভোটের ব্যবধান স্থগিত কেন্দ্রের মোট ভোটারের চেয়ে বেশি সেগুলো বাদ দিয়ে বাকি আসনের ভোটকেন্দ্রগুলোতে পুনঃনির্বাচন হবে বলে জানান কমিশনার আব্দুল মোবারক।

ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছিলেন, প্রতিদ্বন্দ্বী প্রধান দুই প্রার্থীর ভোটের ব্যবধান স্থগিত কেন্দ্রের ভোটারের চেয়ে কম হওয়ায় আটটি আসনে পুনঃভোট করতে হতে পারে। এ বিষয়ে কমিশন সভায় সিদ্ধান্ত নেয়া হবে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।