আমাদের কথা খুঁজে নিন

   

ফের ভোটগ্রহণের দাবি জাপা প্রার্থীর

দশম জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে ভোট কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগ তুলেছে জাপা প্রার্থী শাহবুদ্দিন বাচ্চু। একই সঙ্গে তিনি ওই আসনের ফলাফল বাতিল করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন। আজ সোমবার বিকেল ৩টায় এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বাচ্চুর অভিযোগ, গতকাল রবিবার নির্বাচনের দিন দুপুর ২টা পর্যন্ত ওই আসনের বিভিন্ন কেন্দ্রে গড়ে ২ শতাংশের মতো ভোটার ভোট দেন। কিন্তু ভোট গণনা শেষে ওই আসনে ২৫ শতাংশের বেশি ভোট পড়েছে বলে দেখানো হয়।

মাত্র ২ ঘণ্টায় ২০ শতাংশের বেশি ভোট কীভাবে পড়লো তা নিয়ে প্রশ্ন তুলেন তিনি।

এছাড়া তার পক্ষের পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার মতে, ভোটারবিহীন কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন কারচুপির মহোৎসব করেছে।

নগরীর লক্ষ্মীপুরে জেলা কমিটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাচ্চু নির্বাচনকে প্রহসন বলে আখ্যা দেন। নির্বাচনের ফলাফল বাতিল করাসহ ওই আসনে পুনরায় নির্বাচন না হলে জনগণকে নিয়ে কঠোর আন্দোলনের তোলার হুমকি দেন তিনি।

সংবাদ সম্মেলনে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।