আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আজ আমরা শিখব কিভাবে স্লাইডে Animation এবং Sound দিতে হয় তার নিয়ম, তাহলে আসুন শিখে নেওয়া যাক, নিচের নিয়মগুলো ভালভাবে খেয়াল করুন।
১।
স্লাইডে Animation দেওয়ার নিয়মঃ
আমরা আমাদের আগের তৈরি করা স্লাইডে Animation দিব, দিতে হলে প্রথমেই আগের তৈরি স্লাইডটি Open করুন । তারপর Slide Show মেনুতে ক্লিক করে Slide Transition এ গিয়ে Transition to this slide থেকে যে কোন Animation সিলেক্ট করে। Apply to Slide বাটনে ক্লিক করুন, তাহলেই Slide Animation দেওয়া হয়ে যাবে ।
২। স্লাইডে ছবিতে অথবা লেখাতে ইফেক্ট/এনিমেশন দেওয়ার নিয়মঃ প্রথমে ছবি অথবা লেখাকে সিলেক্ট করে Slide Show মেনুতে ক্লিক করে Custom Anamation বাটনে ক্লিক করে যে কোণ একটি ইফেক্ট সিকেক্ট করুন ।
নিচের মত করে।
৩। স্লাইডে Sound দেওয়ার নিয়মঃ
স্লাইডে Animation/Effects দেওয়ার পর কাজ হল Sound দেওয়া । Sound দেওয়ার জন্য Slide Show মেনুতে ক্লিক করে Slide Transition এ গিয়ে Modify Transition থেকে Sound Speed> Slow/Fast/ Medium সিলেক্ট করুন তারপর Sound বক্স থেকে কি ধরনের সাউন্ড লেখা/ছবি মধ্যে দিবেন তা নির্বাচন করুন। এখান থেকে এক এক স্লাইডে এক এক রকম Sound দেওয়া যাবে ।
ইনশাআল্লাহ আগামী পূর্বে এনিমেশন/লিঙ্ক/ এবং স্টাইল সম্পর্কে আলোচনা করা হবে।
সবশেষ File>Save As ক্লিক করে সেভ করে রাখুন, এই কাজ নিয়ে পরে আলোচনা হবে।
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত। ।
আল্লাহ হাফেজ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।