আমাদের কথা খুঁজে নিন

   

০৩ - পোপ ফ্রান্সিস

ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস ২০১৩ সালে আলোচনায় ছিলেন বেশ গুরুত্বের সঙ্গে। বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ মন্তব্য করে আলোচিত ছিলেন তিনি। বিশ্ব সংকটে ক্যাথলিক চার্চের অনুসারীদের নিয়ন্ত্রণেও তিনি সফল ছিলেন। মৃদুভাষী এই ধর্মীয় নেতার আহ্বানে সাড়া দিয়েছে বিশ্বের লাখো কোটি ভক্ত। সংকটে পাশে পেয়েছে তাকে।

বিশ্ব নেতারাও তার বক্তব্যকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন। তার বক্তব্যের গুরুত্ব এসে পড়ে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতেও। বিশ্ববাসীকে যুদ্ধ নয় শান্তিতে থাকার উপদেশ ও আহ্বান করেছেন বারবার। নিরাপত্তা ও মানবিক অধিকারগুলোকে সমুন্নত রাখার জন্য বিশ্বের উন্নত দেশগুলোকে চাপে রাখার দিক দিয়েও তিনি সফল ছিলেন। বিখ্যাত টাইম ম্যাগাজিনের ২০১৩ সালের 'পারসন অব দ্য ইয়ার'ও নির্বাচিত হয়েছেন পোপ ফ্রান্সিস।

 

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।