--জনগণ যেমন বিএনপি এর আন্দোলনের সাথে পুলিশের ভয়ে অংশগ্রহণ করে নাই , একি ভাবে ৬০ বছরের পুরাতন দল আওয়ামীলীগকে জনগণ
বর্জ্ ন করেছে এত প্রচার করার পরও ।
----জনগণ দাম্ভিকতা মটেই পছন্দ করে না , আওয়ামী লীগ হোক র বিএনপি হোক জনগণ যে পর্যায়ের উন্নায়ুন চায় তার ধারে কাছেও কেও করতে পাড়বে না , কারন আমাদের দেশের সম্পদের সীমাবধতা আছে , কাঙ্ক্ষিত উন্নাউন না করতে পারেন মাফ করলেও করতে পারে , কিন্তু দুর্নীতি করলে, মানুষ কে অশান্তিতে রাখলে , ঘৃণা ভরে থুঃথুঃ দিবে । গত ২ মাস এ দেশের যে ক্ষতি হইছে তা আর বাড়াবেন না , ৫ বছর পর আবার ক্ষমতায় আসবেন , প্লীজ সাধারণ মানুষকে কষ্ট দিয়েন না ।
----চেতনার থেকে পেটের ভাত বেশী জরুরী । আগে সবার জন্য ক্ষুধা মুক্ত, দারিধতা মুক্ত বাংলাদেশ নিশ্চিত করেন , তার পর চেতনা , প্রকিত পক্ষে চেতনা কেওকে ভাত দিতে পারে না, কিন্তু চেতনার বাবসা করে কেও কেও ভাত রোজগার করে। সে সংখ্যা টা অতি নগনও। এই চেতনা বাবসাসিরা নিজেদের ভাত নিশ্চিত করতে পারলেও খেটে খওয়া মানুষের ভাতের বাবস্তা কখনো করতে পাড়বে না, তাই দেশের স্বার্থে শান্তি ফিরিয়ে আনুন ,
--- unrest এর সুবিধা নিয়া ইউএসএ টীকফা ক্রিম খেয়ে চলে গেছে । এক্সপোর্ট এর মার্কেট ধ্বংস করে ক্রিম খওয়া শুরু করেছে ইন্ডিয়া। আর ২ মাস unrest থাকলে দেশের এক্সপোর্ট এর মার্কেট এর পুরা ক্রিম ইন্ডিয়া খ্যে ফেলবে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।