আমাদের কথা খুঁজে নিন

   

টক শোতে নির্বাচন নিয়ে অনেক কথা শুনি, এসব কেন শুনি না ...!!!

.... !!!

আমাদের দেশে সবাই সমস্যা নিয়ে কথা বলে কিন্তু সমাধান নিয়ে কেউ কিছু বলে না নাকি মাথায় থেকে কিছু বের হয় না ।
আসুন আমরা সমাধানের দিকে এগিয়ে যাই ।

১. নবম জাতীয় সংসদ থেকে ১৮ জন সংসদ (৮ জন করে আওয়ামী লীগ + বি এন পি, ২ জন জাতীয় পার্টি) বাছাই করতে হবে । যারা আগামীতে গ্রহনযোগ্য নির্বাচন পরিচালনা করবেন ।
২. মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন কালীন সময়ের জন্য মিনিষ্টারের দায়িত্ব বন্টন করবেন ।


৩. ঐ ১৮ জন কখনোই আর জাতীয় নির্বাচনে অংশ গ্রহন করতে পারবেন না এমনকি বাংলাদেশে উনারা আর কখনোই সংসদ সদস্য এবং মিনিষ্টার হতে পারবেন না ।
৪. একই ব্যাক্তি মোট ১৫ বছরের বেশী প্রাইম মিনিষ্টার পদে থাকতে পারবেন না।
৫. বিরোধী দলের রাজনীতিবিদের মুক্তি দিতে হবে ।
৬. আগামী ৩ মাসের মাঝে নির্বাচন দিতে হবে ।
৭. নির্বাচনের শেষ হওয়ার আগে কোন প্রকার জোট করা যাবে না ।


৮. যারা আগে কখনোই সংসদ সদস্য ছিলেন না, উনারা নির্বাচন করতে চাইলে বি.এ পাশ হতে হবে ।
৯. প্রত্যেক টা দল কেই ৩০০ আসনে নির্বাচন করতে হবে অন্যথায় দলের রেজিষ্টেশন বাতিল হয়ে যাবে ।
১০. হরতাল /অবরোধ আইন করে এখনই বন্ধ করতে হবে ।
১১. যারা সরাসরি নাশকতায় (পরিবহনে আগুন, ককটেল বিস্ফোরন, স্কুল কলেজে আগুন ইত্যাদি)অংগ্রহন কালে ধরা পরবে অন্তত ৫ বছরের জেল এবং বড় অংকের জরিমানা করতে হবে ।
১২. বিচার বিভাগ (আইন-আদালত), পুলিশ বিভাগ আর নির্বাচন কমিশন কে কোন প্রকার হস্তক্ষেপ করা যাবে না ।



এখানে ১২ টা পয়েন্ট লিখলাম, আরো অনেক পয়েন্ট আছে, আপনাদের উপর ছেড়ে দিলাম বাকিগুলো শেয়ার করার জন্য ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।