∞ দিনের শুরু রাতের শেষক্ষণে যাকে খুজে পাও আমি সেই সকাল ∞
তোমরা ভুলে গেছো আমি একদিন কাক ছিলাম!
আমি ছাইরঙা পাখি ছিলাম, চুম্বকের মতো।
তোমাদের আদর যখন নর্দমায় ঘুমায়,
তোমাদের বীজ নর্দমায় শুয়ে থাকে।
তোমাদের অপচয় যখন নর্দমার ঐশ্বর্য্য।
তোমরা ভুলে গেছো আমি সেদিন কাক ছিলাম! পাথরের মতো আমার চোখ ছিল।
আমি নর্দমায় সাতার কাটতাম,
তোমাদের ফেলে দেয়া শুক্রকীট আর্তনাদ করতো বলে!
হয়তোবা সেখান থেকে জন্ম নিতো কোন মহামানব।
একদিন শাসন করতো সব।
আমি কাক ছিলাম। নষ্ট পরাগরেনুর আর্তনাদ শুনবো বলে!
কলতলার, স্নানঘরের সুভাষিত সাবান ঠুঁকরে যেতাম।
আমার কর্কশ আওয়াজ, আমার বিচরণ তোমাদের অসহ্য ছিল!
আমি কাক হয়েছিলাম,
একদিন তোমাদের নোংরামিকে নগর দর্পনে তুলে ধরবো বলে।
তোমাদের পরিত্যাক্ত বাঁধা কনডম, নর্দমার সৌন্দর্য ধ্বংস করছিল বলেই হয়তো আমি কাক হয়েছিলাম।
............................................................................
রচনাকাল- ৩/০১/১০১৪
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।