আসসালামুয়ালাইকুম...। আমি হৃদয়... আপনাদের সামনে আবার হাজির হলাম নতুন কিছু নিয়ে... আছা... যদি এমন হত আপনি আনপার ফ্রেন্ড এর বাসায় বেরাতে গেছেন আর আত পিসি তে বসে ফেসবুকে ঢুকছে ... তো ফ্রেন্ড এর পিসি তে আর email/ user id আর পাসওয়ার্ড সেইভ করা আছে কিন্তু আপনি আর পাসওয়ার্ডটা দেখতে পারছে না... কারন সেটা **** এই রকম... আজ আপনাদের দেখাব কিভাবে এই ***** কে টেক্সট এ নিয়ে আসা যায়... খুব সহজ... এতোই সহজ যে এটা আমার ক্লাস সিক্স এর ছোট ভাই পারে... তো ফাস্ট আপনি ফেসবুকে ঢুকুন ... এমন একটা পেইজ আসবে
এখন এই পাসওয়ার্ডতুকু শুধু সিলেক্ট করুন আর মাউসের right বাটুন ক্লিক করুন...
এখান থেকে inspect element অপশনটা সিলেক্ট করুন... তাহলে নিচে একটা নতুন উইন্ডোজ আসবে...
এখানে ২য় লাইনে লিখা আছে id pass আর এর পর password ... এই password এ ডাবল ক্লিক করুন... আর লিখুন text...
এবার এন্টার চাপুন আর দেখুন মজা... password ***** আর নাই ... এখানে text দেখাচ্ছে...
আর মজার বেপার হচ্ছে... আপনি যখন পেইজটা কেটে দিবেন এটা অটো ঠিক হয়ে যাবে...
সবাইকে ধন্যবাদ... কোন কিছু জানার থাকলে আমাকে এস এম এস করুন।।
http://www.facebook.com/abusaymhridoy
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।